নিউজ ডেস্ক : সাময়িকভাবে বন্ধ রয়েছে এটিএম বুথের আন্তঃব্যাংক পরিসেবা। এরফলে এক ব্যাংকের গ্রাহক অন্য ব্যাংকের এটিএম বুথ ব্যবহার করে টাকা তুলতে না পারায় ভোগান্তির মুখে পড়েছেন সাধারন গ্রাহকরা। ব্যাংকগুলো বলছে, তারা নিজেদের মধ্যে আলোচনা করে ব্যক্তিগত নিরাপত্তার স্বার্থে এ সিদ্ধান্ত নিয়েছে।
বাংলাদেশ ব্যাংক বলছে, নিরাপত্তার স্বার্থে সাময়িকভাবে আন্তঃব্যাংক এটিএম লেনদেন বন্ধ রাখলেও অনির্দিষ্টকালের জন্য এ সেবা বন্ধ রাখার কোনো এখতিয়ার নেই বাণিজ্যিক ব্যাংকগুলোর।
জানাগেছে বুথের নিরাপত্তা কর্মীরা আন্তঃব্যাংক এটিএম লেনদেন বন্ধ থাকার বিষয়টি জানলেও সাধারণ গ্রাহকদের এই সংক্রান্ত কোনো নিদের্শনার কথা জানানোই হয়নি। ফলে রোববার সকাল থেকেই এক ব্যাংকের গ্রাহক অন্য ব্যাংকের এটিএম বুথ থেকে টাকা তুলতে না পেরে ভোগান্তিতে পড়ছেন। গ্রাহকদের অভিযোগ এমন একটি পরিসেবা বন্ধ করার আগে নুন্যতম খবরের কাগজ এবং এসএমএসের মাধ্যমে তা সংশ্লিষ্টদের জানানো উচিত ।