নিউজ ডেস্ক : সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার বারাকান্দি এলাকায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় (৩৫) এক নারীর মৃত্যু হয়েছে। গতকাল সোমবার (২৯ ফেব্রুয়ারি) ভোরে সিরাজগঞ্জ-ঈশ্বরদী রেলপথের বারাকান্দি এলাকা থেকে তার মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায় সিরাজগঞ্জ জিআরপি থানা পুলিশ।
জানাগেছে রোববার রাতের কোনো এক সময় ট্রেনের ধাক্কায় পথচারী ওই নারীর মৃত্যু হয়। আজ সকালে স্থানীয়রা ওই মৃতদেহ দেখতে পেয়ে রেল পুলিশে খবর দেয় । পারে পুলিশ আজ সোমবার ভোরে তার মৃতদেহ উদ্ধার করে । এ দূর্ঘটনার বিষয়ে থানায় মামলা হয়েছে।