নিউজ ডেস্ক : রংপুরে শাশুড়ির আগুনে দগ্ধ গৃহবধূ তহমিনা ৫ দিন জীবনের সাথে যুদ্ধ করে অবশেষে মৃত্যু বরন করেছেন। রোববার দিনগত রাত আড়াইটার দিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেয়ার পথে মুত্যুর কোলে ঢলে পড়ে তহমিনা। লাশ ময়নাতদন্তের জন্য রমেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
পুলিশ ও তহমিনার স্বজনরা জানিয়েছে পীরগাছা উপজেলার পূর্ব চন্ডিপুর গ্রামের তফিল উদ্দিনের মেয়ে তহমিনার সাথে দাদোন গ্রামের মনতে আলীর ছেলে মান্নানের সাথে ১২ বছর আগে বিয়ে হয়। তাদের মুন্নী (১০) ও মুক্তা (৮) নামে দুটি কন্যা সন্তান রয়েছে। বিয়ের পর থেকে স্বামী ও শশুর-শাশুড়ি বিভিন্নভাবে তহমিনার উপর শারীরিক নির্যাতন চালিয়ে আসছিল। ঘটনার দিন গত বৃহস্পতিবার রাত সাড়ে ১১ টার দিকে পারিবারিক বিষয় নিয়ে মা আলেমা বেগমের সাথে ছেলে মান্নানের বাকবিতন্ডা হয়। এসময় স্বামীর পক্ষ নিয়ে তহমিনা কথা বলতে গেলে আলেমা বেগম ক্ষিপ্ত হয়ে উঠেন। একপর্যায়ে তহমিনার গায়ে কেরোসিন ঢেলে কুপির আগুন ধরিয়ে দেন শাশুড়ি। এতে তহমিনার শরীরের অধিকাংশ ঝলসে যায়।
প্রতিবেশিরা আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে পীরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে রংপুর মেডিকেলে ভর্তি করেন। সেখানে তার অবস্থার অবনতি হলে বোরবার রাত আড়াইটার দিকে তাকে ঢাকা নেয়ার পথে সে মারা যায়। এ ঘটনায় পুলিশ স্বামী আব্দুল মান্নানকে আটক করেছে।
তিনি আরো জানান পুলিশ তহমিনার স্বামী মান্নানকে রংপুর মেডিকেল থেকে গ্রেপ্তার করেছে। শাশুড়িসহ অন্যান্যদের গ্রেপ্তাারে পুলিশ অভিযান অব্যাহত রয়েছে।