News71.com
 Bangladesh
 29 Feb 16, 07:46 AM
 799           
 0
 29 Feb 16, 07:46 AM

মংলা ইপিজেডে তাঁবু শিল্প স্থাপন করতে যাচ্ছে দক্ষিণ কোরিয়া ।।

মংলা ইপিজেডে তাঁবু শিল্প স্থাপন করতে যাচ্ছে দক্ষিণ কোরিয়া ।।

 

নিউজ ডেস্ক : দক্ষিণ কোরিয়ার ব্যবসায়ী প্রতিষ্ঠান মেসার্স সিএস বাংলা লিমিটেড তাঁবু ও ক্যাম্পিং সামগ্রী উৎপাদনের লক্ষ্যে মংলা রপ্তানী প্রক্রিয়াকরণ এলাকায় (এমইপিজেড) ২ কোটি ৫০ লাখ মার্কিন ডলার ব্যয়ে একটি শিল্প-কারখানা স্থাপন করতে যাচ্ছে।

আজ সোমবার ঢাকায় বাংলাদেশ রপ্তানী প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ ও মেসার্স সিএস বাংলা লিমিটেড’র মধ্যে একটি লীজ চুক্তি স্বাক্ষরিত হয়। বেপজার সদস্য (বিনিয়োগ-উন্নয়ন) আব্দুল হালিম মোল্লা এবং সিএস বাংলা লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মি.ডো কিউন কিম নিজ-নিজ প্রতিষ্ঠানের পক্ষে লীজ চুক্তিতে স্বাক্ষর করেন।

বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মুহম্মদ হাবিবুর রহমান খান,সদস্য (প্রকৌশল) মোঃ মোসাদ্দেক আলী,সচিব মোঃ শওকত নবী, মহাব্যবস্থাপক (জনসংযোগ) নাজমা বিন্তে আলমগীর, মহাব্যবস্থাপক (এন্টারপ্রাইজ সার্ভিস) নুরুল হক ও মহাব্যবস্থাপক (বিনিয়োগ-উন্নয়ন) আহসান কবির চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আজ বেপজার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়। এতে জানানো হয়,সম্পুর্ণ বিদেশি মালিকানাধীন এ শিল্প-কারখানা স্থাপিত হলে বছরে ৪৩ লাখ পিস্ তাবু, স্লিপিং ব্যাগ, ক্যাম্পিং চেয়ার, ব্যাগ ও অন্যান্য সরঞ্জামাদী উৎপাদিত হবে। এছাড়াও এ কারখানায় ১৫০০ জন বাংলাদেশী নাগরিক কর্মসংস্থানের সুযোগ পাবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন