News71.com
 Bangladesh
 29 Feb 16, 07:58 AM
 902           
 0
 29 Feb 16, 07:58 AM

ভারতে নাগরিকত্ব গ্রহনকারী ছিটমহলবাসীরা ভোটাধিকার পেলেও বাংলাদেশে নাগরিকত্ব গ্রহনকারীদের ভোটধিকারে সংশয় দেখা দিয়েছে।।

ভারতে নাগরিকত্ব গ্রহনকারী ছিটমহলবাসীরা ভোটাধিকার পেলেও বাংলাদেশে নাগরিকত্ব গ্রহনকারীদের ভোটধিকারে সংশয় দেখা দিয়েছে।।

নিউজ ডেস্ক : অধুনা বিলুপ্ত ছিটমহলবাসী যারা ভারতে গেছেন তারা নাগরিকত্ব ও ভোটাধিকার পেলেও বাংলাদেশে থেকে যাওয়া মানুষ গুলোর ভোটাধিকার নিয়ে সংশয় দেখা দিয়েছে ।গত ৩১জুলাই,২০১৫সালে বাংলাদেশ ভূ-খন্ডের সাথে যুক্ত হওয়া লালমনিরহাট জেলার অভ্যন্তরে সাবেক ৫৯টি ছিটের অধিবাসীদের আসন্ন ইউপি নির্বাচনে ভোটার হওয়ার ক্ষেত্রে দেখা দিয়েছে জটিলতা । ছিটমহলের অধিবাসীরা বাংলাদেশী পরিচয় পেলেও জাতীয় পরিচয়পত্র এবং ভোটার হওয়ার অধিকার এখনো পান নি।

পাটগ্রাম উপজেলার অভ্যন্তরে সাবেক ৫৪ ছিটের অধিবাসীরা তাদের ভোটাধিকার প্রাপ্তির জন্য ইতোমধ্যে পাটগ্রাম উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে সংশ্লিষ্ট মন্ত্রনালয় এবং নির্বাচন কমিশন বরাবর আবেদন পেশ করেছেন বলে ছিটবাসীরা জানিয়েছেন। ১৬ডিসেম্বর,২০১৫ গঠিত “বিলুপ্ত ছিটমহল উন্নয়ন পরিষদ”সভাপতি,মুজিব-ইন্দিরা নগরের (পাটগ্রামের অভ্যন্তরে সাবেক ৪নং বড় খেঙ্গির) অধিবাসী  গোলাম মতিন রুমি জানালেন আমরা বাংলাদেশী বলে পরিচিত হলেও জাতীয় পরিচয় পত্র ও ভোটাধিকার পাই নি। ভোটাধিকার প্রাপ্তির জন্য পাটগ্রাম উপজেলা নির্বাহী অফিসার বরাবর ১১১ছিটের পক্ষে ২৪ ফেব্রুয়ারি আবেদন করেছি। যত দ্রুত সম্ভব আমরা জাতীয় পরিচয় পত্র ও ভোটাধিকার চাই। ৭নং উপেন চৌকি সাবেক ছিটের অধিবাসী রেজাউল ইসলামের নেতৃত্বে আজ ১মার্চ উপজেলা নির্বাহী অফিসার বরাবর আর একটি আবেদন পেশ করা হবে বলে জানিয়েছেন রেজাউল করিম।

এদিকে পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা নূর কুতুবুল আলম জানান, বাংলাদেশী পরিচয় পাওয়া নতুন অধিবাসীরা তাদের ভোটাধিকার প্রাপ্তির জন্য উপজেলা প্রশাসনের মাধ্যমে নির্বাচন কমিশন ও সংশিষ্টø মন্ত্রনালয় বরাবরে আবেদন পাঠিয়েছে। বিষয় দ্রুত সমাধানের চেষ্টা চলছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন