নিউজ ডেস্ক : সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আমৃত্যু কারাবাসের রায় পুনঃবিবেচনার আবেদন করেছেন জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদী। রবিবার তার আইনজীবি রিভিউ পিটিশনে আমৃত্যু কারাবাসের রায় বাতিল করে খালাস দেয়ার আবেদন জানানো হয়েছে।
উল্লেখ্য গত ৩১ ডিসেম্বর সুপ্রিম কোর্টের আপিল বিভাগ সাঈদীর আমৃত্যু কারাবাসের রায় প্রকাশ করে। রায় প্রকাশের পরই আসামি পক্ষ জানিয়েছিল তারা সাঈদীর খালাস চেয়ে রিভিউ পিটিশন দাখিল করে।