News71.com
 Bangladesh
 01 Mar 16, 12:25 PM
 818           
 0
 01 Mar 16, 12:25 PM

জীবন যেখানে ধুলা-কাদাময়!!!

জীবন যেখানে ধুলা-কাদাময়!!!

সন্দিপ বিশ্বাস: কবি এখন আর গরিবের জীবন নিয়ে কবিতা লেখেন না। কবির মত এড়িয়ে যান সাধারনের সমস্যা গুলো যাদের দেখার কথা, দেখেও না দেখার ভান করেন। কি আর করা সাধারন আম-জনতা ভোটের সময়টা বাদে সব সময় সাধারন। অসাধারন কিছু করার ক্ষমতা তাদের কি আর আছে? যা হোক আসল কথা হলো উত্তরার ছয় নং সেক্টরের আজমপুর শাহজালাল এভিনিউ থেকে রেল লাইন পার হলে মাজার পযন্ত মাত্র 2/3 কিলোমিটার রাস্তা। রাস্তা দিয়ে যাতায়েতের জন্য একমাত্র বাহন ব্যাটারি চালিত ছোট ইজি বাইক । কিন্তু গাড়িতে একবার চড়লে পরের বার এদিকে আর আসবেন কিনা সন্দেহ ! কারন রাস্তার যে দশা তা বলার মত। চারিদিকে অন্ধকার দেখে ভয়ের কিছু নাই এটা আর কিছুনা ধুলা ছাড়া। এরপর রাস্তায় আছে পয়-নিস্কাসনের ভাঙ্গা ঢাকনা গুলো কোনটা একটু ভাঙ্গা যেখানে আপনি মজার একটা ঝাকুনি খাবেন। আবার কোনটা পুরোপুরি ভাঙ্গা যেখানে পড়লে আপনি পরিস্কার পায়খানা মিশানো পানিতে ডুব দেবেন। ইটের রাস্তটিতে পুরোপুরি ভাঙ্গা ঝাকুনিতে পেটের খাবার হজম হওয়ার উপক্রম। রাস্তার পাশে নেই কোন পানি সরানোর ব্যবস্থা তাই একটু বৃষ্টিতে গাড়ি গুলো নৌকার রুপ ধারন করে আর রাস্তা পুরো নদীতে । আবার চালকের আসনে অনেকেই আছেন কম বয়সী । নষ্ট রাস্তা আর বাজে ভাবে গাড়ি চালানোর জন্য প্রায়ই দেখা যাচ্ছে দুর্ঘটনা ঘটে । কিন্তু এসব দেখার যেন কেউ নেই ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন