News71.com
 Bangladesh
 01 Mar 16, 01:49 AM
 1146           
 0
 01 Mar 16, 01:49 AM

ই-মেইল ও ফেসবুক হ্যাককারী সাইবার অপরাধী মেহেদী হাসান ডিবি'র হাতে গ্রেফতার ।।

ই-মেইল ও ফেসবুক হ্যাককারী সাইবার অপরাধী মেহেদী হাসান ডিবি'র হাতে গ্রেফতার ।।

 

নিউজ ডেস্ক : ঢাকা জেলার দক্ষিন কেরানিগঞ্জ থানা তেলঘাট, চর কালীগঞ্জ এলাকায় অভিযান পরিচালনা করে ই-মেইল ও ফেসবুক হ্যাককারী সাইবার অপরাধী মেহেদী হাসানকে গ্রেফতার করে ডিএমপি’র গোয়েন্দা ও অপরাধতথ্য বিভাগ। এ সময় তার হেফাজত হতে ই-মেইল  হ্যাক করার কাজে ব্যবহৃত দুইটি মোবাইল ফোন ও সীম উদ্ধার করা হয়। গত ২৮ ফেব্রুয়ারীর তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে মেহেদী হাসান জানায় যে, সে বিভিন্ন কৌশলে দীর্ঘদিন ধরে বিভিন্ন ব্যক্তি, কোম্পানী, ফ্যাশন হাউজের ই-মেইল আই ডি হ্যাক করে চাঁদা আদায় করে আসছে। সে ঢাকার একটি প্রাইভেট কলেজে কম্পিউটার বিষয় ডিপ্লোমা করছে। এই কারনে সে ইন্টারনেট ব্যবহারে পারদর্শী। এই চক্রের অন্যান্য সহযোগীদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে। এ সংক্রান্তে গুলশান থানায় তার বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

উপ-পুলিশ কমিশনার গোয়েন্দা ও অপরাধ তথ্য বিভাগ (উত্তর ) জনাব শেখ নাজমুল আলম পিপিএম (বার) বিপিএম এর নির্দেশনায়, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জনাব কাজী শফিকুল আলম এর তত্বাবধানে, সিনিঃ সহকারী পুলিশ কমিশনার জনাব এস এম নাজমুল হক এর নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন