News71.com
 Bangladesh
 02 Mar 16, 02:54 AM
 1116           
 0
 02 Mar 16, 02:54 AM

বাংলাদেশে কর্মরত সকল বিদেশিদের আয়করের আওতায় আনা হচ্ছে : দেশ ছাড়ার আগে দেখাতে হবে কর পরিশোধের সনদ ।।

বাংলাদেশে কর্মরত সকল বিদেশিদের আয়করের আওতায় আনা হচ্ছে : দেশ ছাড়ার আগে দেখাতে হবে কর পরিশোধের সনদ ।।

নিউজ ডেস্ক : বিদেশিদের কর ফাঁকি রোধে একটি নতুন নীতিমালা তৈরি করছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), যা কার্যকর হলে দেশ ছাড়ার সময় দেখাতে হবে কর পরিশোধের সনদ। আয়কর অধ্যাদেশ ১৯৮৪ এর ১০৭ ধারার আলোকে এই নীতিমালা তৈরি হচ্ছে।

এ বিষয়ে এনবিআর চেয়ারম্যান নজিবুর রহমান বলেছেন, “বিদেশি নাগরিকদের কাছ থেকে কর আদায়ে আমরা এফবিসিসিআই, এমসিসিআই, চট্টগ্রাম চেম্বার, বিজিএমইএ ও বিকেএমইএর সঙ্গে আলোচনা করেছি। জাতীয় স্বার্থে সবাই মনে করে বিদেশি নাগরিকদের থেকে কর আদায় হওয়া উচিত।”

এনবিআর চেয়ারম্যান বলেন, "আমরা বিদেশি নাগরিকদের সহযোগিতা চাচ্ছি। এজন্য দূতাবাসগুলোকেও চিঠি দেওয়া হবে। এছাড়া বিমান বন্দর বা স্থল বন্দরে কর পরিশোধ সনদ বিষয়ে আমরা একটি গাইডলাইন তৈরি করব। ওই গাইডলাইন দূতাবাসগুলোতে পাঠানো হবে।”

তিনি বলেন,"খুব দ্রুত গাইডলাইন প্রণয়নের কাজ শেষ হবে। এরপরপরই তা কার্যকর করা হবে,” বলেন এনবিআর চেয়ারম্যান। গতকাল মঙ্গলবার দুপুরে এনবিআরে অনুষ্ঠিত এক সভায় এসব সিদ্ধান্ত হয়।

সভায় বিদেশি নাগরিকদের কাছ থেকে কর সংগ্রহ জোরদার এবং প্রযোজ্য ক্ষেত্রে বিদেশি ও তাদের নিয়োগকর্তার ওপর জরিমানা ও ফৌজদারি কার্যক্রম সফলভাবে বাস্তবায়নে একটি পরিকল্পনা নিয়ে আলোচনা হয়েছে।

এনবিআর চেয়ারম্যান বলেন, বাংলাদেশে বিদেশি নাগরিকের তথ্য ভাণ্ডার গড়ে তোলা হবে। এজন্য বিনিয়োগ বোর্ড, বেপজা, এনজিও ব্যুরো, এনএসআই, এসবি, পাসপোর্ট ও বহির্গমন বিভাগ, বাংলাদেশ ব্যাংক, বিটিআরসি এবং ব্যবসায়ী সংগঠনগুলো সমন্বিতভাবে কাজ করবে। আর এসব প্রতিষ্ঠানের প্রতিনিধিদের নিয়ে একটি টাস্কফোর্সও গঠন করা হবে বলে জানান তিনি।

নজিবুর রহমান জানান, কর খেলাপি বিদেশি নাগরিক এবং তাদের নিয়োগকারী প্রতিষ্ঠানের আয়কর ও জরিমানা আরোপ করার সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেলের (সিআইসি) সহযোগিতায় তাৎক্ষণিক অভিযান পরিচালনা করা হবে। অভিযোগ রয়েছে, অবৈধভাবে অনেক বিদেশি কর্মী বাংলাদেশে কাজ করছেন এবং অনেকে স্বল্প সময়ের জন্য কাজ করে বিপুল পারিতোষিক নিয়ে কোন আয়কর না দিয়েই বাংলাদেশ ত্যাগ করেন।

এনবিআর চেয়ারম্যান বলেন, “আমরা গত ২৩ ফেব্রুয়ারি সরকারের বিভিন্ন সংস্থার সাথে আরও একটি বৈঠক করি। সেখানে বিভিন্ন তথ্য উপাত্তে দেখা গেছে বাংলাদেশে কর্মরত অনেক বিদেশি নাগরিকই সঠিক হারে কর দিচ্ছেন না।” নজিবুর রহমানের সভাপতিত্ব অনুষ্ঠিত বৈঠকে এনবিআরের সদস্যদের পাশাপাশি এফবিসিসিআইসহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন