নিউজ ডেস্ক : গত এক বছরে একশোরও বেশি নারী বাংলাদেশ থেকে সিরিয়ায় পাচার হয়েছে বলে জানা গেছে। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রনালয় বিষয়টি সম্পর্কে অবগত। সিরিয়ায় যুদ্ধের কারণে তাদের দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া কঠিন হয়ে পড়েছে বলে জানাচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এর আগে পাচার হওয়া নারীদের কয়েকজন দেশে ফিরে এসে নানা ধরনের নির্যাতনের বর্ণনা দিয়েছেন।
তাদের অভিযোগের ভিত্তিতে পাচারের সাথে জড়িতদের বিরুদ্ধে অভিযানে ১২ জনকে গ্রেফতার করেছে পুলিশের র্যপিড একশন ব্যাটালিয়ন র্যাব। সিরিয়ার মতো জায়গায় যেখানে যুদ্ধ চলছে সেখানে কিছু নারী পাচার হয়ে গেছেন সেটি প্রথম নজরে আসতে শুরু করে কিছুদিন আগে যখন কয়েকজন নারী পালিয়ে দেশে ফিরে আসেন।