News71.com
 Bangladesh
 03 Mar 16, 09:08 AM
 875           
 0
 03 Mar 16, 09:08 AM

নির্বাচনী সহিংসতা এড়াতে ভবিষ্যতে মনোনয়ন জমা হবে অনলাইনে : সিইসি

নির্বাচনী সহিংসতা এড়াতে ভবিষ্যতে মনোনয়ন জমা হবে অনলাইনে : সিইসি

নিউজ ডেস্ক : নির্বাচনে সাংঘর্ষিক পরিস্থিতি এড়াতে অনিয়ম দূর করতে আগামীতে অনলাইনে মনোনয়নপত্র জমা দেয়ার ব্যবস্থা করা হচ্ছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার-সিইসি কাজী রকিবউদ্দিন আহমদ। আজ বৃহস্পতিবার রাজধানীর শের-ই বাংলানগরে জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) মিলনায়তনে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে আইনশৃংখলা বাহিনীর সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা জানান।

প্রধান নির্বাচন কমিশনার বলেন, 'সম্প্রতি মনোনয়নপত্র জমা দিতে গিয়ে বিভিন্ন প্রাথীর বাধার মুখে পড়ার অভিযোগের পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন আগামীতে মনোনয়ন ফর্ম অনলাইনে পূরণ ও জমা দেয়ার ব্যবস্থা নিচ্ছে। এখন এর সম্ভাব্যতা যাচাই-বাছাই করা হচ্ছে। সবকিছু ঠিক থাকলে অতি দ্রুত এটি কার্যকর করা হবে।'

উল্লেখ্য ঢালাও ভাবে অভিযোগ করে চলেছে সারাদেশে নির্বাচনী সহিংসতা হচ্ছে। তাদের প্রাথীরা সব যায়গায় সঠিক ভাবে মনোনয়ন পত্র জমা দিতে পারছে না । বিষয়টি নিয়ে তারা উচ্চ আদালতের দারস্থও হয়েছে । বিএনপির এ সকল অভিযোগ সংক্রান্ত প্রধান নির্বাচন কমিশনারের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, 'অভিযোগ সুস্পষ্ট না হলে ব্যবস্থা নেয়া যায় না। মুষ্টিমেয় কিছু সন্ত্রাসী বিভিন্ন স্থানে মনোনয়নপত্র বাধা দেয়া ও আইনশৃংখলা পরিস্থিতি নষ্ট করছে।'

রকিবউদ্দিন বলেন, 'সন্ত্রাসীরা কোনো দলের না। টাকার বিনিময়ে কাজ করে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।' বৈঠকে চার নির্বাচন কমিশনার, সচিব মো. সিরাজুল ইসলাম, অতিরিক্ত সচিব মোখলেছুর রহমান, পরিচালক (জনসংযোগ) এসএম আসাদুজ্জামান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব,  উপসশস্ত্র বাহিনীর প্রিন্সিপাল স্টাফ অব অফিসার, পুলিশ, বিজিবি, আনসার, এনএসআই, ডিজিএফআই, ডিবি ও কোস্টগার্ড, নির্বাচন পরিচালনার দায়িত্বে নিয়োজিত রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তাসহ সব বাহিনীর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন