News71.com
 Bangladesh
 04 Mar 16, 10:26 AM
 749           
 0
 04 Mar 16, 10:26 AM

পুকুরে ‘ইলিশ’ !! পরীক্ষার জন্য চাঁদপুর ইলিশ গবেষনা কেন্দ্রে প্রেরন

পুকুরে ‘ইলিশ’ !! পরীক্ষার জন্য চাঁদপুর ইলিশ গবেষনা কেন্দ্রে প্রেরন

নিউজ ডেস্ক : শরীয়তপুর সদরে এক পুকুরে ‘ইলিশ’ পাওয়ার খবরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায় জুড়ে ।

মৎস্য বিভাগ বলছে, পুকুরে ইলিশ উৎপাদন সম্ভব নয় । জনতার আগ্রহ দেখে তিনটি মাছ পরীক্ষার জন্য পাঠানো হয়েছে চাঁদপুর ইলিশ গবেষণা কেন্দ্রে।

জানাগেছে শরীয়তপুর জেলার সদর উপজেলার আংগারিয়া ইউনিয়নের চরচটাং গ্রামে মো. হাবিবুর রহমান মাদবরের পুকুরে রুই, কাতলা, তেলাপিয়া, সিলভার কার্পসহ নানা প্রজাতির মাছ চাষ করেন তিনি ।

গত সোমবার ওই পুকুরে জাল ফেললে ইলিশের মতো দেখতে দুটি মাছ ধরা পড়ে। এরপর আজ শুক্রবার সকালে আবার  জাল ফেললে একই ধরনের বেশ কয়েকটি মাছ পাওয়া যায়।

এদিকে পুকুরে ইলিশ পাওয়ার খবরটি ছড়িয়ে পড়লে এলাকার উৎসুক জনগণ দেখার জন্য সেখানে ভিড় জমায় । খবর পেয়ে শরীয়তপুর সদর উপজেলা মৎস্য কর্মকর্তা মো. সিরাজুল ইসলামও উপস্থিত হন ওই গ্রামে। মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে আবারও জাল ফেললে দুই দফায় আরও গোটা বিশেক মাছ ধরা পড়ে।

মাছ চাষি মো. হাবিবুর রহমান বলেন, গত বর্ষায় ড্রেজারের সাহায্যে তিনি পুকুরটি খনন করান। এরপর বিভিন্ন জাতের মাছ চাষ করেন ।

শরীয়তপুর সদর উপজেলা মৎস্য কর্মকর্তা মো. সিরাজুল ইসলাম বলেন, পুকুরটি যে ড্রেজার দিয়ে খনন করা হয়েছে সেটি আড়িয়াল খাঁ নদীতে খনন কাজে ব্যবহৃত হয়েছিল। “আমাদের বিজ্ঞানের ভায়ায় কোনো পুকুরে ইলিশ মাছ হওয়া বা চাষ করা সম্ভব নয়। তবে মাছটির আকার আকৃতি ও ঘ্রাণে ইলিশের মতোই।”

তাই পরীক্ষা-নিরীক্ষার জন্য চাঁদপুর ইলিশ গবেষণা কেন্দ্রে তিনটি মাছ পাঠানো হয়েছে বলে তিনি জানিয়েছেন ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন