News71.com
 Bangladesh
 05 Mar 16, 11:24 AM
 959           
 0
 05 Mar 16, 11:24 AM

জয়পুরহাটে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যু ।। জনমনে ক্ষোভ

জয়পুরহাটে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যু ।। জনমনে ক্ষোভ

জয়পুরহাট সংবাদদাতা : জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ডাক্তার ও নার্সদের অবহেলায় রশিদা বেওয়া নামে এক গৃহবধূর মৃত্যুর অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার দিনগত রাত সাড়ে ১০টার দিকে ওই রোগীর মৃত্যু হলে স্বজনদের পক্ষ থেকে এ অভিযোগ উঠে। নিহত রশিদা বেগম জয়পুরহাট সদর উপজেলার বামনপুর গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের স্ত্রী।

রাশিদার পরিবারের সদস্যদের অভিযোগ, হার্টের সমস্যার কারণে শুক্রবার দুপুর সাড়ে ১২টায় রশিদা বেওয়াকে হাসপাতালে আনা হয়। পরে সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. ফিরোজ হোসেন তাকে কার্ডিওলোজি বিভাগের পরিবর্তে মেডিসিন বিভাগে ভর্তি করান। ভর্তির পর থেকে দায়িত্বরত চিকিৎসক ও নার্সরা রশিদা বেওয়ার কোনো খোঁজ-খবর নেননি।

চিকিৎসকদের গাফিলতিতে রোগীর অবস্থা আশঙ্কাজনক হলে ওই হাসপাতালের হার্ট স্পেশালিস্ট ডা. গোলাম রাব্বানীকে ডেকে আনা হয়। পরে ওই রোগীকে মেডিসিন বিভাগ থেকে কার্ডিওলোজি বিভাগে ভর্তি করানো হলে রাত সাড়ে ১০টার দিকে তার মৃত্যু হয়।

এ বিষয়ে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ আলী বলেন, ‘রোগীর মৃত্যুর ব্যাপারে যে অভিযোগ উঠেছে, তা খতিয়ে দেখা হবে।’

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন