News71.com
 Bangladesh
 21 Jan 16, 11:51 AM
 1350           
 0
 21 Jan 16, 11:51 AM

প্রধান বিচারপতির বক্তব্যে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে নতুন বিতর্ক

প্রধান বিচারপতির বক্তব্যে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে নতুন বিতর্ক

নিউজ ডেস্ক :- প্রধান বিচারপতি এস কে সিনহা তার দায়িত্য গ্রহনের বর্ষপূর্তিতে সুপ্রিম কোর্টের অফিসিয়াল সাইটে দেওয়া বানীতে অবসরে যাওয়ার পর রায় লেখা সংবিধান পরিপন্থি বলে উল্লেখ করায় তার এ বক্তব্যকে ঘিরে রাজনৈতিক ও আইন অঙ্গনে শুরু হয়েছে নতুন বিতর্ক। বিএনপি তো সরাসরি একধাপ এগিয়ে এই সরকারকে অবৈধ দাবী করেছে। তবে আইনজ্ঞদের অনেকের মতে, প্রধান বিচারপতির বক্তব্য সঠিক হলে তত্ত্ববধায়ক সরকার ব্যবস্থা বাতিল ঘোষণা করতে হবে। তবে অনেক আইনজ্ঞ বিষয়টিকে বাস্তবতার নিরিখে বিশ্লেষণ করার দাবি জানিয়েছেন।

প্রধান বিচারপতির বক্তব্যের প্রেক্ষাপটে তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিলের বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছে বিএনপি। দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর এক সমাবেশে বলেছেন ওই রায় যে অবৈধ ছিল তার প্রমাণ মিলেছে প্রধান বিচারপতির বক্তব্যের মধ্য দিয়ে। প্রধান বিচারপতির ব্ক্তব্য অনুযায়ি অবসরের পর লেখা অবৈধ হলে তত্বাবধায়ক সরকার অধ্যাদশ বাতিলের রায় অবৈধ। কারন তৎকালিন প্রধান বিচারপতি অবসরে যাওয়ার পর ১৬মাস পর এরায় লিখেছিলেন।

 

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন