নিউজ ডেস্কঃ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন,সারাদেশে বিএনপিসহ বিরোধীদলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা দায়ের ও কারান্তরীণ করতে বর্তমান শাসকগোষ্ঠী মরিয়া হয়ে উঠেছে। আজ সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ কথা বলেন। মির্জা ফখরুল বলেন,চিরকাল রাষ্ট্রক্ষমতা দখলে রাখতেই সরকার গুম,খুন, অপহরণ ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের পাশাপাশি বিরোধী দলীয় নেতাকর্মীদের নাজেহাল ও ঘায়েল করতে মিথ্যা মামলা দায়ের ও কারান্তরীণ রাখার মতো অপকর্ম সংঘটনে এখনও বেপরোয়া।
তিনি আরো বলেন,সরকারের সকল অপকর্ম ও অপশাসন রুখে দিতে জনগণের ঐক্যবদ্ধ হওয়া ছাড়া গত্যন্তর নেই। আমি অবিলম্বে সিলেট জেলা ছাত্রদল নেতা মাহবুবুল আলম,যুবদল নেতা ইমরান,ছাত্রদল নেতা জায়েদ,নামর আলী ও খোকনসহ ৯ জনের বিরুদ্ধে দায়েরকৃত বানোয়াট মামলা প্রত্যাহার এবং দক্ষিণ সুরমা থানা যুবদল নেতা আব্দুল কাদির জুবেল ও এমদাদুল হক রবিনের বিরুদ্ধে দায়ের হওয়া মিথ্যা মামলা প্রত্যাহার করে তাদের নিঃশর্ত মুক্তির জোর দাবি জানাচ্ছি।