News71.com
 Bangladesh
 08 May 17, 07:06 PM
 195           
 0
 08 May 17, 07:06 PM

বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা করতে শাসকগোষ্ঠী মরিয়া।। মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা করতে শাসকগোষ্ঠী মরিয়া।। মির্জা ফখরুল ইসলাম আলমগীর

নিউজ ডেস্কঃ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন,সারাদেশে বিএনপিসহ বিরোধীদলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা দায়ের ও কারান্তরীণ করতে বর্তমান শাসকগোষ্ঠী মরিয়া হয়ে উঠেছে। আজ সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ কথা বলেন। মির্জা ফখরুল বলেন,চিরকাল রাষ্ট্রক্ষমতা দখলে রাখতেই সরকার গুম,খুন, অপহরণ ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের পাশাপাশি বিরোধী দলীয় নেতাকর্মীদের নাজেহাল ও ঘায়েল করতে মিথ্যা মামলা দায়ের ও কারান্তরীণ রাখার মতো অপকর্ম সংঘটনে এখনও বেপরোয়া।

তিনি আরো বলেন,সরকারের সকল অপকর্ম ও অপশাসন রুখে দিতে জনগণের ঐক্যবদ্ধ হওয়া ছাড়া গত্যন্তর নেই। আমি অবিলম্বে সিলেট জেলা ছাত্রদল নেতা মাহবুবুল আলম,যুবদল নেতা ইমরান,ছাত্রদল নেতা জায়েদ,নামর আলী ও খোকনসহ ৯ জনের বিরুদ্ধে দায়েরকৃত বানোয়াট মামলা প্রত্যাহার এবং দক্ষিণ সুরমা থানা যুবদল নেতা আব্দুল কাদির জুবেল ও এমদাদুল হক রবিনের বিরুদ্ধে দায়ের হওয়া মিথ্যা মামলা প্রত্যাহার করে তাদের নিঃশর্ত মুক্তির জোর দাবি জানাচ্ছি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন