নিউজ ডেস্কঃ সিলেটের বিয়ানীবাজার পৌরসভার প্রথম নির্বাচনে মেয়র পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী আবদুস শুকুর। নৌকা প্রতীক নিয়ে তিনি ৫ হাজার ৮২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির আবু নাসের পিন্টু পেয়েছেন ২ হাজার ৮৯২ ভোট। আজ সোমবার পৌরসভার ৩নং ওয়ার্ডের স্থগিত হওয়া কেন্দ্র কসবা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের পুণ:ভোটগ্রহণ ও গণনা শেষে এ ফলাফল ঘোষণা করা হয়।
এর আগে,গত ২৫ এপ্রিল বিয়ানীবাজার পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয়। ওইদিন ১০টি কেন্দ্রের মধ্যে কসবা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ব্যালট পেপার ছিনতাইর ঘটনায় ভোটগ্রহণ বাতিল করা হয়। আজ ওই কেন্দ্রে পুণরায় ভোটগ্রহণ সম্পন্ন হয়। এর আগে ৯ কেন্দ্রের ফলাফলে আওয়ামী লীগের প্রার্থী আবদুস শুকুরের চেয়ে বিএনপির প্রার্থী পিন্টু ১৫৪ ভোটে এগিয়ে ছিলেন।