নিউজ ডেস্কঃ বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস-চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান বলেছেন,বর্তমান সরকার সম্পূর্ণ অবৈধভাবে দেশ চালাচ্ছে। বর্তমানে দেশ সংবিধান মোতাবেক শাসিত হচ্ছে না। দেশের জনগণকে সাথে নিয়ে আমরা বুলেটের মাধ্যমে নয়,ব্যালটের মাধ্যমে নির্বাচন করতে চাই। আমরা জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিতে চাই। জামালপুরে আজ সোমবার দুপুরে জেলা বিএনপি আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শহরের রানী কমিউনিটি সেন্টারে এই কর্মী সম্মেলনের আয়োজন করা হয়।
আব্দুল্লাহ আল নোমান আরও বলেন,আওয়ামী লীগ দেশে গুম,হত্যা ও খুনের রাজনীতি শুরু করেছে,যেন এর শেষ নেই। আজকে গুম, খুন অত্যাচার, নিপীড়ন গ্রাম পর্যায়ে চলে গেছে। অর্থনৈতিকভাবে দেশ আজ ক্ষতিগ্রস্ত হচ্ছে। দেশের মানুষ কষ্টে আছে। ৫০ টাকা কেজি দরে চাল খেতে হচ্ছে। বাজারে জিনিসপত্রের অগ্নিমূল্য যেন মরণফাঁদে পরিণত হয়েছে। এই সরকার দেশের জনগণের নিরাপত্তা দিতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। সব সেক্টরে দুর্নীতি,লুটপাট চলছে। সারা দেশে উন্নয়নের নামে তারা অর্থ লুটপাট করছে। জনগণ তাদের এসব লুটপাটের হিসেব একদিন নেবেই নেবে। দেশের মানুষ সুষ্ঠু,অবাধ ও নিরপেক্ষ নির্বাচন চায়। কিন্তু বর্তমান স্বৈরাচারী সরকার দেশের মানুষকে ভয় পায়।
তিনি স্বৈরাচার হঠানোর আন্দোলনের কথা স্মরণ করিয়ে দিয়ে বর্তমান সরকারের উদ্দেশে বলেন,চিরদিন কেউ ক্ষমতায় থাকতে পারেনি। ইটের টুকরা ও লাঠি হাতেই জনগণ বন্দুককে পরাজিত করেছে। আজকে হাজার হাজার মানুষ ভোটের অপেক্ষায় রয়েছে। তারা পালাবে না। অস্ত্র আর গুণ্ডাবাহিনী দিয়ে তাদেরকে কেউ আটকাতে পারবে না। যারা গুম, হত্যার রাজনীতি শুরু করেছে তাদেরকেই পালাতে হবে।