News71.com
 Bangladesh
 08 May 17, 09:51 PM
 216           
 0
 08 May 17, 09:51 PM

ভোলার লালমোহনে ৪৯ কিশোরীকে বৃত্তি প্রদান।।  

ভোলার লালমোহনে ৪৯ কিশোরীকে বৃত্তি প্রদান।।   

নিউজ ডেস্কঃ ভোলার লালমোহনে আজ সোমবার ৪৯ জন দরিদ্র কিশোরীকে ৭ লাখ ৩৫ হাজার টাকা বৃত্তি প্রদান করা হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা কোস্ট ট্রাস্ট ও ইউনিসেফের সহায়তায় এ বৃত্তি প্রদান করা হয়। এ উপলক্ষে উপজেলা পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউনিসেফের ডেপুটি কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ সীমা সেন গুপ্তা। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামছুল আরিফের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার ভোলার উপ-পরিচালক মাহমুদুর রহমান। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন ইউনিসেফের বরিশাল অফিসের প্রধান এ এইচ তৌফিক আহমেদ, কোস্ট ট্রাস্টেও পরিচালক সনদ কুমার ভৌমিক প্রমূখ। আলোচনা শেষে প্রত্যেক কিশোরীকে ১৫ হাজার টাকা করে মোট ৪৯ জন কিশোরীকে সাত লাখ ৩৫ হাজার টাকার চেক প্রদান করা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন