নিউজ ডেস্কঃ রাজধানীর বনানীর একটি হোটেলে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত আসামিরা যাতে বিদেশে পালিয়ে যেতে না পারে সে জন্য ইমিগ্রেশন পুলিশকে সতর্ক থাকতে নির্দেশনা দিয়েছে ডিএমপি। আজ সোমবার সকালে বনানী থানায় এ নির্দেশনার কাগজ তৈরি করে গুলশান জোনের ডিসি অফিসে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ কমিশনার মাসুদুর রহমান।
এর আগে,গত ২৮ মার্চ জন্মদিনের পার্টিতে আমন্ত্রণ করে ওই দুই ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গত শনিবার রাতে একটি মামলা দায়ের করা হয়। এতে সাফাত আহমেদ,নাঈম আশরাফ, বিল্লাল হোসেন,সাদনান ও সাকিফ নামের ৫ জনকে আসামি করা হয়েছে। মামলার এজাহার সূত্রে জানা যায়,জন্মদিনের পার্টিতে দাওয়াত করে হোটেলে নেওয়ার পর সাফাত ও নাঈম হোটেলের একটি কক্ষে নিয়ে রাতভর দুই তরুণীকে আটকে রেখে মারধর এবং হত্যার ভয় দেখিয়ে ধর্ষণ করে বলে মামলায় অভিযোগ করা হয়েছে। আসামিদের অপর তিনজন ধর্ষণে সহায়তা ও ভিডিও ধারণ করে।