News71.com
 Bangladesh
 09 May 17, 01:09 AM
 231           
 0
 09 May 17, 01:09 AM

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক মুহাম্মদ এন্তাজুল হকের পদত্যাগ।।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক মুহাম্মদ এন্তাজুল হকের পদত্যাগ।।

 

নিউজ ডেস্কঃ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক মুহাম্মদ এন্তাজুল হক পদত্যাগ করেছেন। আজ সোমবার সকাল ৯টার দিকে তিনি পদত্যাগ করেন। সহকারী রেজিস্ট্রার মো. মোকলেছুর রহমান এ তথ্য জানান। নতুন উপাচার্য দায়িত্ব গ্রহণের ১৫ ঘণ্টার মাথায় তিনি পদত্যাগ করলেন।

বিশ্ববিদ্যালয়ের ফলিত পদার্থবিজ্ঞান ও ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক এম আব্দুস সোবহানকে উপাচার্য হিসেবে নিয়োগ দিয়ে রবিবার প্রজ্ঞাপন জারি করে শিক্ষা মন্ত্রণালয়। এরপর সন্ধ্যা ৬টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনে উপাচার্যের কার্যালয়ে দায়িত্ব গ্রহণ করেছেন তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন