News71.com
 Bangladesh
 09 May 17, 01:10 AM
 275           
 0
 09 May 17, 01:10 AM

ঝালকাঠির নারীদের সিজারিয়ান অপারেশন না করার শপথ।।

ঝালকাঠির নারীদের সিজারিয়ান অপারেশন না করার শপথ।।

নিউজ ডেস্কঃ ঝালকাঠির নলছিটি উপজেলার কুলকাঠি ইউনিয়নকে ভিক্ষুক, বাল্যবিয়ে ও যৌতুক মুক্ত ঘোষণা আগেই করা হয়েছে। এবার সিজারিয়ান অপারেশ না করার অঙ্গীকার করলেন সেখানকার নারীরা। আজ সোমবার কুলকাঠি ইউনিয়ন পরিষদ চত্বরে আয়োজিত মা সমাবেশে স্বাভাবিকভাবেই সন্তান প্রসব করার শপথ নেন উপস্থিত প্রায় তিন শতাধিক নারী। সিজারিয়ান অপারেশনে নারীদের নানা সমস্যার কথা তুলে ধরা হয় মা সমাবেশে।

মা সমাবেশে প্রধান অতিথি ছিলেন নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশ্রাফুল ইসলাম। কুলকাঠি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এইচ এম আখতারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ডালিয়া নাসরিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফারুক হোসেন, জেলা তথ্য কর্মকর্তা রিয়াজুল ইসলাম, নলছিটি থানার ওসি এ কে এম সুলতান মাহামুদ প্রমুখ।

অনুষ্ঠানে উপস্থিত গোবিন্দপুর গ্রামের সুলতানা বেগম বলেন,ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে দীর্ঘদিন ধরে প্রচারণা করা হচ্ছে,যাতে গর্ভবতী নারীরা বড় ধরণের কোন সমস্যা ছাড়া সিজারিয়ান অপারেশন না করান। আমরা তাদের এ প্রচারণায় উদ্বুদ্ধ হয়ে মা সমাবেশে এসেছি। এখানে এসে অতিথিদের বক্তব্য শুনে জানতে পারলাম সিজারিয়ান অপারেশনে একজন নারীর কতগুলো সমস্যা হতে পারে। আমি গর্ভবর্তী। কোন সমস্যা না হলে আমি স্বাভাবিকভাবেই সন্তানের জন্ম দিতে চাই।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন