নিউজ ডেস্কঃ মেহেরপুর জেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ২৬ জন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল সোমবার রাত থেকে আজ মঙ্গলবার সকাল পর্যন্ত এ অভিযান চালানো হয়। গ্রেফতাররা নিয়মিত মামলা,মাদক মামলা ও জিআর সিআর মামলায় আদালতের পরোয়ানাভুক্ত আসামি। মেহেরপুর সদর, গাংনী ও মুজিবনগর থানা পুলিশ, জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ অভিযান চালিয়ে এই আসামিদের গ্রেফতার করে।
পুলিশ সুপার আনিছুর রহমানের নির্দেশে গাংনী থানার ওসি আনোয়ার হোসেন, মুজিবনগর থানার ওসি কাজী কামাল হোসেন ও সদর থানার ওসি সৈয়দ ইকবাল বাহার চৌধুরী গ্রেফতার অভিযানে নেতৃত্ব দেন। গ্রেফতার আসামিদের আজ মঙ্গলবার মেহেরপুর জেল হাজতে প্রেরণের প্রস্তুতি চলছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার আহসান হাবীব।