নিউজ ডেস্কঃ আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ফরিদপুর শহরতলীর কৈজুরী ইউনিয়নের বাসপাশ সড়কের পিয়ারপুর নামক স্থানে দুই দল ডাকাতের মধ্যে গোলাগুলিতে দুই ডাকাত নিহত হয়েছে। আজ মঙ্গলবার ভোর সাড়ে ৩টার দিকে এ গোলাগুলির ঘটনা ঘটে বলে জানা গেছে। ফরিদপুর কোতয়ালী থানার সেকেন্ড অফিসার বেলাল হোসেন জানান,দুই দল ডাকাতের মধ্যে গোলাগুলি হচ্ছে এমন খবর পেয়ে টহল পুলিশ ঘটনাস্থলে গেলে ডাকাত দল পালিয়ে যায়। পরে সেখান থেকে দুই জনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়।
তিনি আরও বলেন,নিহত দুইজনের পরিচয় নিশ্চিত করেছে পুলিশ। তারা হলেন- ফরিদপুর শহরের শোভারামপুর এলাকার পাভেল ও কমলাপুর এলাকার সবুজ। আন্তঃজেলা ডাকাত হিসাবে তাদের বিরুদ্ধে কোতয়ালী থানায় একাধিক মামলা হয়েছে। নিহতের লাশ দুটি ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান,ভোর ৪টার দিকে গুলিবিদ্ধ অবস্থায় দুইজনের লাশ হাসপাতালে নিয়ে এসেছে পুলিশ।