News71.com
 Bangladesh
 25 Jan 16, 08:48 AM
 1211           
 0
 25 Jan 16, 08:48 AM

বর্তমানে ব্যাংকে কোটি টাকার হিসাব সংখ্যা ১ লাখ ১৪ হাজারেরও বেশী।। সংসদে অর্থমন্ত্রী

বর্তমানে ব্যাংকে কোটি টাকার হিসাব সংখ্যা ১ লাখ ১৪ হাজারেরও বেশী।। সংসদে অর্থমন্ত্রী

নিউজ ডেস্ক : গত চার বছরে বাংলাদেশের ব্যাংকগুলোতে কোটি টাকার হিসাব সংখ্যা পুর্বের চেয়ে ৩৬ হাজার বেড়েছে।অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত আজ সন্ধায় জাতীয় সংসদে এক প্রশ্নের উত্তরে এই তথ্য জানিয়েছেন। বর্তমানে কোটি টাকার হিসাব সংখ্যা সর্বমোট ১ লাখ ১৪ হাজার ২৬৫ তে দাঁড়িয়েছ ।

সংসদে মন্ত্রী বছরওয়ারি যে হিসাব তুলে ধরেছেন, তাতে দেখা যায় ২০১১ সালে কোটি টাকার হিসাব ছিল ৭৮ হাজার ১৫০টি। ২০১২ সালে ৯০ হাজার ৬৫৫টি, ২০১৩,সালে ৯৮ হাজার ৫৯১টি, ২০১৪ সালে ১ লাখ ৮ হাজার ৯৭৪টি ছিল। মন্ত্রী জানান বর্তমানে দেশে ব্যক্তি পর্যায়ে করদাতার সংখ্যা ১৭ লাখ ৫১ হাজার ৫০৩ জন।

অপর এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী জানান, চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে আমদানি পর্যায়ে ২২ হাজার ১৮ কোটি ৫৮ লাখ টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে রাজস্ব আদায় হয়েছে ২০ হাজার ৮৩২ কোটি ২৪ লাখ টাকা। যা গত বছরের একই সময়ের তুলনায় এবার ২ হাজার ৯৯৫ কোটি ৫৬ লাখ টাকা বেশি । রাজস্ব আদায়ের দিক থেকে এটি সরকার নির্ধারিত সময়ে লক্ষমাত্রার শতকরা হিসেবে ৯০ শতাংশেরও বেশী।

অর্থমন্ত্রী জানান, গত বছরে দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোর পরিচালন মুনাফার পরিমাণ ছিল ২২ হাজার ৮৪৪ কোটি ৭৫ লাখ টাকা। বাণিজ্যিক ব্যাংকগুলোর মধ্যে সব থেকে বেশি লোকসান দিয়েছে রাষ্ট্রায়ত্ত বেসিক ব্যাংক। গত বছর এ ব্যাংকটি ২৩৪ কোটি ৮২ লাখ টাকা লোকসান দিয়েছে। এছাড়া কৃষি ব্যাংক ১৫৮ কোটি ৯৩ লাখ টাকা, আইসিবি ইসলামী ব্যাংক ২৫ কোটি টাকা লোকসান দেয়।

অপরদিকে ৫৬টি তফসিলি ব্যাংকের মধ্যে সব চেয়ে বেশি লাভ করেছে ইসলামী ব্যাংক। এ ব্যাংকটি গত বছর মুনাফা করেছে ১ হাজার ৮০৩ কোটি ৪৫ লাখ টাকা। দ্বিতীয় অবস্থানে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, তারা লাভ করেছে ১ হাজার ৬৫০ কেটি টাকা।রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মধ্যে বেশি লাভ করেছে জনতা ব্যাংক। এ ব্যাংকটির লাভের পরিমাণ ১ হাজার ১৫২ কোটি ৬ লাখ টাকা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন