নিউজ ডেস্ক: অর্থ প্রতিমন্ত্রী এম এ মান্নান এমপি বলেছেন ভারত ও বাংলাদেশ উভয়ই দেশই চায় ট্রানজিট চালু হোক। বিষয়টি অনেকদুর এগিযেছে। বাংলাদেশ ও ভারত’র উচ্চ পর্যায়ে ট্রানজিট নিয়ে আলোচনা করেছে। অচেরেই ট্রানজিট চালু হবে।
উল্লেখ্য বাংলাদেশ সরকার প্রতিবেশি চার দেশের মধ্যে ফ্রী মুভমেন্ট ভিইকেল ( বিবিআইএন ) স্বাক্ষর করেছে। অচিরেই এর বাস্তবায়ন হবে। মন্ত্রী মঙ্গলবার আন্তর্জাতিক কাস্টম দিবস উপলক্ষে বেনাপোল কাস্টমস অডিটরিয়ামে কাস্টমস, বন্দর, বিজিবি , পুলিশ,আমদানি রফতানিকারক ও বন্দর ব্যবহারকারী সহ এক সুধী সমাবেশে এ কথা বলেন।
যশোরের কাস্টম কমিশনার জামাল হোসেন’র সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, বেনাপোল কাস্টমস কমিশনার এ এফএম আব্দুল্লাহ খান, বিজিবি'র ২৬ বিজিবির কমান্ডিং অফিসার কর্ণেল জাহাংগীর হোসেন, বেনাপোল পৌর সভার মেয়র আশরাফুল আলম লিটন, কাস্টমস এর অতিরিক্ত কমিশনার ফিরোজ আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার মীর শাফিন, যশোর জেলার এডিসি রেভিনিউ আসাদুল হক, সিএন্ড এফ এজেন্ট মফিজুর রহমান সজন, আলহাজ্ব নুরুজ্জামান ও এমদাদুল হক লতা।