নিউজ ডেস্ক : নৌযান শ্রমিক ধর্মঘটের কর্মসূচি প্রত্যাহার
শুরু হতে যাওয়া কর্মবিরতির কর্মসূচি প্রত্যাহার করেছে বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন। আজ রাতে নৌমন্ত্রী, মৎস্যমন্ত্রী, জ্বালানি প্রতিমন্ত্রী, বিআইডব্লিউটিএ কর্মকর্তা, নৌযান মালিকদের সঙ্গে বৈঠকের পর শ্রমিক ফেডারেশনের নেতারা তাদের ধর্মঘট প্রত্যাহার করে নেয়।
জানাগেছে নৌযান শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ সহ অন্যান্য দাবিগুলো দুই মাসের মধ্যে পূরণের আশ্বাস দেওয়ায় ধর্মঘট কর্মসূচি প্রত্যাহারের সিদ্ধান্ত হয়। উল্লেখ্য
যাত্রী ও পণ্যবাহী নৌযান শ্রমিকদের সর্বনিম্ন মজুরি ১০ হাজার টাকা নির্ধারণসহ ১৫ দফা দাবিতে ২৭ জানুয়ারি রাত ১২টা থেকে লাগাতার কর্মবিরতির ঘোষণা দিয়েছিল নৌযান শ্রমিক ফেডারেশন।