নিউজ ডেস্ক : প্রধান বিচারপতি এস কে সিনহার বক্তব্যের বিরোধিতা করলেন আইনমন্ত্রী আনিসুল হক।আইনমন্ত্রীর এই ব্ক্তব্যে গত কয়েকদিনে প্রধান বিচারপতির বানী নিয়ে সৃষ্ট বিতর্কে সরকারের অবস্থান স্পষ্ট করল। গতকাল জাতীয় সংসদে এক অনির্ধারিত আলোচনায় আইনমন্ত্রী স্পষ্ট ভাবে বলেন, "অবসরে যাওয়ার পর কোনো বিচারপতির রায় লেখা অসাংবিধানিক হতে পারে না।" উল্লেখ্য সহকর্মীদের নিয়ে প্রধান বিচারপতি সিনহার বক্তব্য নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনার মধ্যে গতকাল মঙ্গলবার সংসদে অনির্ধারিত আলোচনায় একথা বলেন আইনমন্ত্রী।
সংসদে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, “আমাদের যে সংবিধান তার কোনো আর্টিকেলে এ কথা লেখা নাই যে বিচারপতি তার অবসরে গ্রহণের পর রায় লিখতে পারবেন না। তা যদি হয় তাহলে এটা আর যাই হোক অসাংবিধানিক হতে পারে না।” আইনমন্ত্রী বলেন, “হাই কোর্ট ডিভিশনের স্টাবলিশ রুলস এ যেটা আছে, রায় যতদূর সম্ভব এজলাসে বসেই দেওয়ার কথা। কিন্তু যদি এমন হয় তারা রায়টা এজলাসে দিতে পারছেন না মামলার চাপের জন্য। তাহলে অর্ডারিং পোর্শন বলার পরে এজলাসের বাইরে রায় লেখার অধিকার রাখে।
তিনি বলেন,"এপিলেট ডিভিশন রুলস আছে। সেখানে কিন্তু একথা নাই যে এজলাসে দিতে হবে। পরিষ্কার লেখা আছে। রায় দিতে হবে- ওপেন কের্টে অর্ডারিং পোর্শন পর্যন্ত। রায় পরে লেখা হবে। অবসরে যাওয়ার পর আর লেখা যাবে না সেটা লেখা নাই।”
আইনমন্ত্রী স্পষ্ট করে বলেন,"কোনো রুলস বা আইন দ্বারা বারিত নয় বলে অবসরে যাওয়ার পরে রায় লেখা বেআইনি নয়,”।উল্লেখ্য প্রধান বিচারপতি হিসেবে নিজের দায়িত্ব নেওয়ার এক বছর পূর্তিতে গত ১৭ জানুয়ারি এক বাণীতে বিচারপতি বলেন,"অবসরে যাওয়ার পর বিচারকদের রায় লেখা ‘সংবিধান পরিপন্থি’। প্রধান বিচারপতির এই বক্তব্য জনসমক্ষে আসার পর থেকে রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা চলছে। তার ভিত্তিতে বিএনপি বলছে, অবসরের পরে রায় লেখা অবৈধ হলে অবসরের পর লেখা তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বাতিলের রায়ও অবৈধ।