নিউজ ডেস্ক : যশোরে এক কলেজ ছাত্রের রহস্যজনক মৃত্যু হয়েছে। আজ বুধবার সকাল সাড়ে ৭টার দিকে স্থানীয়রা শহরের একটি আবাসিক মেসের পাশের একটি ছোট কামরাঙা গাছে গলায় ফাঁস দেয়া অবস্থায় তার লাশ দেখতে পায়। মৃত কমলেশ রায় (২০) যশোর সরকারি এমএম কলেজের স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থী। সে যশোরের মণিরামপুর উপজেলার বয়ারখোলা গ্রামের গোবিন্দ রায়ের ছেলে। মৃতের কাকাত ভাই পলাশ রায় জানান, যশোর শহরের বেজপাড়া কবরস্থান রোডের একটি মেসে থাকত কমলেশ। বুধবার সকালে স্থানীয়রা মেসের পাশে একটি গাছে তার গলায় ফাঁস দেয়া অবস্থায় লাশ দেখতে পায়।
পুলিশ জানিয়েছে মরদেহটি গলায় ফাঁস দেয়া থাকলেও বসা অবস্থায় ছিল। তার মৃত্যু রহস্যজনক বলে ধারনা পুলিশ। নিহত কমলেশের উচ্চতার চেয়ে ফাঁস লাগানো গাছের উচ্চতা কম হলেও মরদেহের গলায় ফাঁস দেয়ার চিহ্ন রয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।