News71.com
 Bangladesh
 27 Jan 16, 01:26 AM
 1213           
 0
 27 Jan 16, 01:26 AM

দুর্নীতির ধারণাসূচকে বাংলাদেশের একধাপ অবনমন ।। টিআইবি সংবাদ সম্মেলন

দুর্নীতির ধারণাসূচকে বাংলাদেশের একধাপ অবনমন ।।  টিআইবি সংবাদ সম্মেলন

নিউজ ডেস্ক : বিশ্বে আলোচিত দুর্নীতি বিরোধী সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের প্রকাশিত ‘দুর্নীতির ধারণাসূচকে’ (সিপিআই) এ বছর বাংলাদেশের অবস্থানের অবনমন ঘটেছে এক ধাপ। তবে পরিসংখ্যানের দিক থেকে স্কোর গতবারের সমান। পৃথিবির ১৬৮টি দেশে ২০১৫ সালের পরিস্থিতি আমলে নিয়ে তৈরি করা এই সূচকে ২৫ স্কোর নিয়ে বাংলাদেশের অবস্থান ঊর্ধ্বক্রম অনুযায়ী (ভাল থেকে খারাপ) ১৩৯ নম্বরে। আর নিন্মক্রম ( খারাপ থেকে ভাল) অনুযায়ি ১৩ নম্বরে । ২০১৪ সালে ১৭৫টি দেশ ও অঞ্চলের তথ্য বিশ্লেষণ করে প্রকাশিত এই সূচকে বাংলাদেশের অবস্থান ছিল ঊর্ধ্বক্রম অনুযায়ী ১৪৫ নম্বরে। আর বিপরীত দিক থেকে ১৩ তে।

১০০ ভিত্তির উপর নির্ভর করে তৈরি এই সূচকে শূন্য স্কোরকে দুর্নীতির ব্যাপকতার ধারণায় সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত এবং ১০০ স্কোরকে সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত বা সর্বোচ্চ সুশাসনের দেশ হিসাবে বিবেচনা করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল।

বুধবার বার্লিন থেকে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের মূল প্রতিবেদন প্রকাশের পাশাপাশি ঢাকার ধামন্ডিতে সংবাদ সম্মেলন করে বাংলাদেশ পরিস্থিতি নিয়ে কথা বলেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান। সংবাদ সন্মেলনে তিনি বলেছেন, “স্কোর অপরিবর্তিত থাকলেও বাংলাদেশের অবস্থান এক ধাপ কমেছে।"বাংলাদেশের এ পরিস্থিতি থেকে উত্তরণ ঘটাতে হলে সংসদ ও দুর্নীতি দমন কমিশনকে আরও কার্যকর করতে হবে বলে মনে করেন তিনি।

উল্লেখ্য এবারের সূচকে ৯১ স্কোর নিয়ে পৃথিবীর সবচেয়ে কম দুর্নীতির দেশ নির্বাচিত হয়েছে ডেনমার্ক। গতবছর এ দেশটি একই অবস্থানে ছিল, স্কোর ছিল ৯২। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের প্রতিবেদনে সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত দেশ সোমালিয়া ও উত্তর কোরিয়া, স্কোর ৮। একই স্কোর নিয়ে দেশ দুটি গতবারও সূচকে একই অবস্থানে ছিল।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন