News71.com
 Bangladesh
 27 Jan 16, 03:01 AM
 1189           
 0
 27 Jan 16, 03:01 AM

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পোষ্য কোটায় ভর্তির দিনক্ষন প্রকাশ ।।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পোষ্য কোটায় ভর্তির দিনক্ষন প্রকাশ ।।


জাবি সংবাদদাতা : ২০১৫-১৬ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) পোষ্য হিসেবে ভর্তির জন্য পরিশিষ্ট-কতে বর্ণিত কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে(১ জন),অর্থনীতি বিভাগে(৫জন),সরকার ও রাজনীতি বিভাগে(১জন), ইংরেজি বিভাগে(২জন),আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে(১৭জন),ইতিহাসবিভাগে(৯জন),দর্শন বিভাগে(৭জন) চারুকলায় (১জন),ফার্মেসীতে ৩ জন, মাইক্রোবায়োলজি বিভাগে ১ জন,প্রান অণু ও প্রাণ রসায়ন বিভাগে ১ জন ,বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগে ২ জন,ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগে ৫জন,একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগে ৩ জন,আইন ও বিচার বিভাগে ১ জন এবং আইআইটিতে ৮ জন সহ সর্বমোট ৬৭ জন ।

ইতিমধ্যেই উপযুক্ত ছাত্র-ছাত্রীদের ভর্তির জন্য নির্বাচিত করা হয়েছে। গতকাল থেকে এদের ভর্তিও শুরু হয়েছে। চলতি মাসের শেষদিন পর্যন্ত এ ভর্তি কার্যক্রম চলবে। জাহাঙ্গীর নগর বিশ্ব বিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার শিক্ষা এবং সচিব কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটি মোহামমদ আলী সাক্ষরিত এক বিজ্ঞপ্তীতে এ কথা জানানো হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন