চুয়াডাঙ্গা সংবাদদাতা : জেলার আলমডাঙ্গা উপজেলায় অপহরণের একদিন পর এক যুবকের গুলিবিদ্ধ উদ্ধার করা হয়েছে। আজ বুধবার সকালে উপজেলার দেহাটি কাটাখালি মাঠ থেকে পুলিশ রবিউল ইসলামের (৪০) লাশ উদ্ধার করে। খুন হাওয়া রবিউল আলমডাঙ্গার ভালাইপুর গ্রামের জনৈক আবুল হোসেনের পুত্র ।গত মঙ্গলবার সকালে অজ্ঞাতনামা কয়েকজন প্রকাশ্যে জীবননগরের ভালাইপুর মোড় থেকে একটি মাইক্রোবাসে তুলে নিয়ে যায় রবিউলকে।নিহতের এক নিকটাত্মীয় লাশ শনাক্ত করেছেন বলে জানাগেছে । পুলিশ ঘটনার রহস্য উদঘাটনের চেষ্টা করছে।
উল্লেখ্য যেভাবে রবিউলকে তুলে নেয়া হয়েছিল তাতে স্থানীয়রা ভেবেছিলেন সাদা পোশাকের আইনশৃঙ্খলা বাহিনীর লোকজনই তাকে নিয়ে গেছে । কিন্তু পরে জানা যায় থানা পুলিশ কিংবা গোয়েন্দা পুলিশ তাকে নিয়ে যায়নি।”