News71.com
 Bangladesh
 27 Jan 16, 07:21 AM
 1138           
 0
 27 Jan 16, 07:21 AM

নারায়ণগঞ্জের আলোচিত সাত খুন মামলায় চার্জ গঠন হয়নি।।পরবর্তী তারিখ ৮ ফেব্রুয়ারি

নারায়ণগঞ্জের আলোচিত সাত খুন মামলায় চার্জ গঠন হয়নি।।পরবর্তী তারিখ ৮ ফেব্রুয়ারি

নারায়ণগঞ্জ সংবাদদাতা : নারায়ণগঞ্জের আলোচিত সাত খুনের ঘটনায় দুটি মামলার চার্জ গঠনের জন্য মামলার প্রধান আসামি নুর হোসেন ও র‌্যাবের সাবেক তিন কর্মকর্তাসহ ২৩ জনকে হাজির করা হলেও আজ মালাটির অভিযোগ গঠন সম্ভব হয়নি। আজ বুধবার সকাল সাড়ে ৯ টায় মামলার পূর্বনির্ধারিত তারিখ অনুয়ায়ী সকল আসামিদের হাজির করা হয়। সকাল ১০ টায় তাদের জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেনের আদালতে হাজির করা হলে শুনানি অভিযোগ গঠনের শুনানি শুরু হয়।দীর্ঘ শুনানি শেষে আদালত চার্জ গঠনের পরবর্তী তারিখ ৮ ফেব্রুয়ারি ধার্য করেন।

উল্লেখ্য গত বছরের ২৭ এপ্রিল দুপুরে কাউন্সিলর নজরুল ইসলাম, আইনজীবী চন্দন সরকারসহ সাতজনকে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড থেকে অপহরণ করা হয়। পরবর্তীতে ৩০ এপ্রিল শীতলক্ষ্যা নদী থেকে ছয়জনের এবং ১ মে অপর একজনের লাশ পাওয়া যায়। এ ঘটনায় কাউন্সিলর নজরুল ইসলামের স্ত্রী সেলিনা ইসলাম বিউটি ও আইনজীবী চন্দন সরকারের মেয়ের জামাই বিজয় কুমার পাল বাদি হয়ে নারায়ণগঞ্জের ফতুল্লা মডেল থানায় দুটি মামলা করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন