নিউজ ডেস্ক : রাষ্ট্রপতির সাথে নিয়মতান্ত্রিক পরিচয়পত্র পেশ ও সৌজন্য সাক্ষাতের জন্য ইরানের নতুন রাষ্ট্রদূত আজ বুধবার বঙ্গভবনে যান। “সাক্ষাতের সময় নতুন রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি বলেন, "ইরানের ওপর থেকে বাণিজ্যিক অবরোধ উঠে যাওয়ার পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশের সঙ্গে দেশটির বাণিজ্যিক সম্পর্ক সম্প্রসারণের ক্ষেত্র তৈরি হয়েছে। " নতুন দূতকে এই সম্ভাবনা কাজে লাগানোর পরামর্শ দেন রাষ্ট্রপতি।”
এর আগে সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) লেফটেন্যান্ট জেনারেল মইনুল ইসলাম রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেন। রাষ্ট্রপতির কার্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।