নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রীর যেখানে বলছেন সাধারন মানুষের নিরাপত্তার কথা। মানুষের প্রতি তার সরকারের দায়বদ্ধতার কথা। সিনিয়র পুলিশ কর্মকর্তাদের বলছেন কোন প্রভাবশালীর দ্বারা প্রভাবিত না হওয়ার কথা। মানুষের জান মালের নিরাপত্তা দেওয়ার কথা ।।কোন সমস্যা হলে সরাসরি প্রধানমন্ত্রীকে জানানোর কথা ঠিক সেই সময়ে তার দলের সাংসদ নুরুল হক দখল করে নিলেন আর এক আওয়ামিলীগ নেতার বসতবাডী। এ যেন কাকের মাংস কাকের খাওয়ার মত অবস্থা।
জাতীয় সংসদের ১০৪ খুলনা - ৬ আসনের সাংসদ শেখ মো: নুরুল হক অতি সম্প্রতি দখল করে নিয়েছেন তার নির্বাচনী এলাকা পাইকগাছা সদরের পৌর এলাকার ৪ নং ওয়ার্ড আওয়ামিলীগের সাধারন সম্পাদক আব্দুল আজিজের বসত বাড়ীটি। একদম সন্ত্রাসী কায়দায় এম পি নুরুল হক শরীরে উপস্থিত থেকে ফিল্মি কায়দায় চালান এই দখল মিশন। থানা পুলিশও এ কাজে কম যায়না। তারা আইনগত ব্যবস্হা নেয়ার পরিবর্তে বাস্তহারা আজিজের বাড়ী উদ্ধার না করে আজিজকে এমপির দায়ের করা মিথ্যা মামলায় জড়িয়ে জেলে পুরে দিয়েছে। এবিষয়ে বাংলাদেশ প্রতিদিন সহ বেশ কয়েকটি জাতীয় ও আঞ্চলিক পত্রিকায় সচিত্র সংবাদও প্রকাশ করেছে। কিন্ত কাজের কাজ হয়নি।
উল্লেখ্য সাংসদ নুরুল হকের এই আচরনে পাইকগাছার সর্বস্তরের মানুষ ক্ষুব্ধ । অওয়ামিলীগ সহ সকল রাজনৈতিক দলের নেতা কর্মী ক্ষুব্ধ। কিন্ত সাংসদ কোন কিছুকেই পাত্তা দিচ্ছেন না। বতর্মানে নুরুল হকের দখলকৃত বাড়িটির ভীতরে আটকা পড়া শিশু ও বাচ্চারা বাইরেও বেরহতে পারছেন না। পুলিশের ভয়ে তাদের বাড়ীর পুরুষ গুলো পালিয়ে বেড়াচ্ছে। আর তীব্র শীতে খাদ্য, চিকিৎসা ও গরম কাপড়ের অভাবে মানবের জীবন করতে বাধ্য হচ্ছে । এলাকার সাবেক সাংসদ এ ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
চোখের সামনে এই অত্যাচার কেউ মানতে পারছেন না। কিন্ত কারও কিছু করার নাই।তারা এব্যাপারে দেশের প্রধানমন্ত্রীর হসতক্ষেপ কামনা করেছেন। পাইকগাছার সাংসদ নুরুল হকের এই ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একই আবেদন জানিয়েছন । news71 এর পাঠকদের উদ্দেশ্যে Md Asad এর ফেসবুক স্টেটাসটি হূবহূ তুলে ধরা হল "মাননীয় প্রধামুন্ত্রীর কৃপা আশা করছি। প্রধামুন্ত্রীই একমাত্র আমাদের বাচাতে পারেন দখলবাজ খুলনা ৬ পাইকগাছা কয়রার এমপি নুরুল হকের কবল থেকে। নির্যাতিত আঃ আজীজ আওয়ামীলীগের খুলনা জেলার পাইকগাছা পৌরসভার ৪ নং ওয়ার্ডের সাধারণ সম্পদক দীর্ঘ ২০ বছর যাবত। বঙ্গবন্ধুর আদর্শে রাজনীতি করে দল ক্ষমতায় থাকতে সয়ং এমপি আঃ আজীজের বাড়ি দখল করে প্রাচির নির্মান করে গেটে তালা লাগিয়ে দিয়েছে। বাড়ির মধ্যো থাকা মহিলা ও বাচ্চারা মাবেতর জীবন যাপন করছে। আঃ আজীজকে মিথ্যা মামলায় জেলে রেখে তার পুত্রদের বিবুদ্ধে হুলিয়া জারি করেছে। ভয়ে পুত্ররা পালিয়ে ব্যাড়াচ্ছে। বাড়ির চারপাশে প্রাচির থাকায় বাড়ি মধ্যো কেউ প্রবেশ বা বাহির হতে পারছে না। মহিলারা না খেতে পেয়ে অসুস্থ হয়ে পড়েছে। কে দেখবে এই অসহায় পরিবারটিকে। আওয়ামীলীগ দল করাটা কি অপরাধ আঃ আজীজ পরিবারের। যে বাড়িতে রান্না পর্যন্ত করতে দেয়না এমপির সন্ত্রসী বাহিনী। কি ভাবে বেচে থাকবে আওয়ামীলীগের পরিবারটি। নিস্তার পাবেনা কি নির্যাতিত পরিবার। আমাদের শেষ ভরসা মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্য শেখ হাসিনা আমাদের দেখবেন। বার বার নিউজ হলেও কোন নেতা ও মাবাধিকার কর্মি অসহায় পরিবারের পাশে দাড়াইনি। সবাই কি এমপি নুরুল হককে ভয়পান নাকি সবাই তেলো মাথায় তেল দেন। গরিব অসহায়দের পাশে এখন আর কেউ দাড়ায়না।"