নিউজ ডেস্ক : যুদ্ধাপরাধী সংগঠন হিসেবে জামায়াতে ইসলামীকে বিচারের আওতায় আনতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের সংশোধনী আগামী ফেব্রুয়ারিতে মন্ত্রিসভায় আলোচনা হবে। আইনমন্ত্রী আনিসুল হক আজ বৃহস্পতিবার সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা জানান।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান , ‘মুক্তিযুদ্ধ অস্বীকার আইনের খসড়া তৈরির কাজ চলছে। যারা মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের অস্বীকার করবে, তাদের এই আইনের আওতায় এনে বিচার করা হবে। মুক্তিযোদ্ধাদের নিয়ে কেউ কটাক্ষ করলে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না বলেও জানান তিনি।