News71.com
 Bangladesh
 30 Apr 16, 07:13 AM
 544           
 0
 30 Apr 16, 07:13 AM

১৫ লাখ প্রতিবন্ধীর সিম কাল বন্ধ হবে না ।।

১৫ লাখ প্রতিবন্ধীর সিম কাল বন্ধ হবে না ।।

নিউজ ডেস্কঃ দেশের ১৫ লাখ প্রতিবন্ধী ব্যক্তিদের ব্যবহৃত সিম ১লা মে থেকে দৈবচয়নের (রান্ডম) ভিত্তিতে তিন ঘণ্টার জন্য বন্ধ না রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। পহেলা মে থেকে অনিবন্ধিত ও রিভেরিফিকেশন করা হয়নি এমন সব সিম তিন ঘণ্টার জন্য দৈবচয়নের (রান্ডম) ভিত্তিতে বন্ধ রাখার ঘোষণা দিলেও এর আওতায় প্রতিবন্ধীরা থাকছেন না।

আজ বিকেলে বিটিআরসিতে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম।

তিনি বলেন, প্রতিবন্ধী ব্যক্তিদের সিম রেজিস্ট্রেশনের জন্য কাস্টমার কেয়ার সেন্টারে পর্যাপ্ত তথ্য প্রদানের নির্দেশনা দেওয়া হয়েছে। যেসব প্রতিবন্ধিদের হাত নেই কিংবা আগে ছিল এখন নেই, যাদের ঘরের বাইরে বেরিয়ে সিম পুনঃনিবন্ধন করার সামর্থ নেই তাদের প্রতি বিশেষ খেয়াল রাখতে বলা হলেও বাস্তবে তারা কাস্টমার কেয়ারে সহযোগিতা পাননি বলে জানতে পেরেছি। তাই জাতীয় পরিচয়পত্র পরীক্ষা করে ১৫ লাখ কিংবা তার অতিরিক্ত সিমধারী প্রতিবন্ধীদের সিম বন্ধ করা হবে না।

তারানা হালিম বলেন, প্রতি শনিবার কাস্টমার কেয়ার সেন্টার খোলা থাকবে। সকালে ২-৩ ঘণ্টা শুধুমাত্র প্রতিবন্ধীদের সিম পুন:রেজিস্ট্রেশন করা হবে। তাদের জন্য দুজন ব্যক্তি রাখা হবে যারা প্রতিবন্ধীদের অভ্যার্থনা জানিয়ে সিম পুনঃরেজিস্ট্রেশনে সহায়তা করবেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন