News71.com
 Bangladesh
 14 Jan 16, 05:03 AM
 1359           
 0
 14 Jan 16, 05:03 AM

পাইকগাছায় ব্যবসায়ীর বাড়ীতে ডাকাতি ।। কিশোরের বুদ্ধির জোরে বড় ক্ষতি থেকে রক্ষা

পাইকগাছায় ব্যবসায়ীর বাড়ীতে ডাকাতি ।। কিশোরের বুদ্ধির জোরে বড় ক্ষতি থেকে রক্ষা
নিউজ ডেস্ক: কিশোর পুত্রের বুদ্ধির জোরে বড় ধরনের ডাকাতির হাত থেকে বেঁচে গেল ব্যবসায়ী পরিবার। খুলনার পাইকগাছায় এক ওষধু ব্যবসায়ির বাড়িতে গতকাল দিনগত রাতে এ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা স্বর্ণ অলঙ্কার, টাকা, মোবাইল সেট লুটপাট করে নিয়ে যায়। এ ব্যাপারে পাইকগাছা থানায় মামলা হয়েছে। ক্ষতিগ্রস্থ পরিবার ,পুলিশ ও এলাকাবসী জানিয়েছে, মঙ্গলবার রাত আড়াইটার দিকে উপজেলার গদাইপুর ইউনিয়নের গোপালপুরের ওষধু ব্যাবসায়ী অশোক ঘোষের বাড়িতে ১০/১২ জনের মুখোশধারী ডাকাত দল বারান্দার গ্রীল কেটে ঘরে ঢুকে ঘুমন্ত অবস্থায় ব্যবসায়ীর ছেলে সমীর ঘোষ ও দোকান কর্মচারী আনন্দ মল্লিককে চোখ বেঁধে রড দিয়ে মারপিট শুরু করে তাদের কাছে থাকা দুটি মোবাইল সেট কেড়ে নেয়। এ সময় তারা আলমারী ভাংচুর করে দুটি কানের দুল, নগদ ৭হাজার টাকা নেয়। ডাকাতির উপস্থিতি টের পেয়ে ছোট ছেলে সুমন মোবাইলে পাশের রুমে ঘুমিয়ে থাকা কাকা অসীম ঘোষকে জানালে সে ডাকাত বলে চিৎকার দেয় এবং সে মোবাইলে ব্যবসায়ী সমিতির নেতা নজরুল গাজীকে জানালে তিনি থানা পুলিশকে খবর দেন। খবর পেয়ে থানার ওসির নেতৃত্বে একদল পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌছান। পুলিশের উপস্হিতি টের পেয়ে ডাকাতরা দরুত পালিয়ে যায়। তাদের পিছু নেয় পুলিশ। অভিযানে মামুন, আছাদ ও আসাদুল নামে ৩ যুবককে আটক করা হয়। এ ঘটনায় বুধবার অশোক ঘোষের ছেলে সমীর ঘোষ বাদী হয়ে থানায় মামলা করেছে, যার নং- ৯। সহকারী পুলিশ সুপার কাদের বেগ ঘটনাস্থল পরিদর্শন করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন