নাটোর সংবাদদাতা : নাটোরের বড়াইগ্রাম উপজেলায় আজ সকালে আবু রায়হান (৪৫) নামের স্থানীয় এক আওয়ামী লীগ নেতার ঝুলন্ত লাশ পাওয়া গেছে। লাশের শরীরের বেশকয়েকটি আঘাতের চিহ্ন রয়েছে। গতকাল শুক্রবার রাতের কোনো একসময় তাঁকে হত্যা করা হয় বলে ধারনা পুলিশের। মৃত আবু রায়হান একটি হত্যা মামলার আসামি ছিলেন।
স্থানীয়রা জানায়, আজ সকালে একটি গাছের ডালে ঝুলন্ত অবস্থায় আওয়ামিলীগ নেতা রায়হানের লাশ পাওয়া যায়। তিনি উপজেলার মাঝগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ছিলেন। বড়াইগ্রাম উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান তাঁর দলীয় পরিচয়ের তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
বড়াইগ্রামের বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্র সূত্রে জানা যায়, বাহিমালি গ্রামের লোকজন সকালে ঘুম থেকে উঠে রায়হানের মরদেহ দেখেন। খবর পেয়ে বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। শেষ খবর পাওয়া পর্যন্ত লাশের সুরতহাল তৈরি ও ময়নাতদন্তের প্রস্তুতির কাজ চলছিল। মামলা হয়নি।