ঝিনাইদহ সংবাদদাতা : জেলার মহেশপুর উপজেলার জলুলী সীমান্ত এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।সীমান্তের মাটিলা গ্রামে বিজিবির গুলিতে রফিকুল ইসলাম (৩৫) নামে এক গ্রামবাসী নিহত ও ২ জন গুরুতর আহত হয়েছে। আজ শনিবার সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটেছে। নিহত রফিকুল ইসলাম মাটিলা গ্রামের আব্দুল মালেকের ছেলে। গুলিবিদ্ধ দুইজনের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি মাটিলা গ্রামের আব্দুল খালেকের ছেলে ফিরোজ। তিনি বুকে গুলিবিদ্ধ হয়েছেন। তবে তারও মৃত্যুর খবর এলাকায় প্রচার হচ্ছে।
গ্রামবাসী বলছেন, গুলিবিদ্ধ ফিরোজকে যশোর নিয়ে যাওয়ার পথে মহেশপুর উপজেলার রুলি নামক স্থানে তিনি মারা গেছেন। গুলিবিদ্ধ অপর জনের পরিচয় পাওয়া যায়নি।মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইদুল ইসলাম শাহিন খবরের সত্যতা নিশ্চত করে জানান।
মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আশাফুর রহমান বলেন, সীমান্তে ২ জন গ্রামবাসী নিহত হওয়ার খবর পেয়ে তিনি ঘটনাস্থলে রওনা দিয়েছেন।এদিকে গুলিতে তিন গ্রামবাসী হতাহতের ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। এলাকার মানুষের মনে চরম আতংক বিরাজ করছে।বিজিবি সদস্যরা বাজার ঘাট থেকে লোকজনকে বাড়ি যেতে বলছে।