বিশ্বাস, আস্হা ও ভালবাসা অর্জন ছাড়া যুদ্ধ জয় সম্ভব নয়।। রংপুর সেনানিবাসে প্রধানমন্ত্রী
নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন আমাদের সবাইকে জনগণের আস্থা, বিশ্বাস ও ভালোবাসা অর্জন করতে হবে, মানুষের আস্থা ও বিশ্বাস ছাড়া কখনোই কোনো যুদ্ধ জয় করা যায় না। তিনি বৃহস্পতিবার রংপুরে সেনানিবাসে শীতকালীন মহড়া শেষে দরবারে উপস্হিত সেনা সদস্যদের উদ্দেশ্যে এসব কথা বলেন। উল্লেখ্য,আজ দুপুরে রংপুরের পাগলাপীরে সেনাবাহিনীর ৬৬ পদাতিক ডিভিশনের ব্যবস্থাপনায় ‘ব্রিগেড গ্রুপ আক্রমণ’ নামক মহড়া অনুষ্ঠিত হয়।
মহড়ায় বাংলাদেশের দেশপ্রেমিক সেনাবাহিনীর কর্মকর্তা ও সদস্যরা সম্মুখ সমরে শত্রুবাহিনীর হাত থেকে কীভাবে ভূ-খণ্ড উদ্ধার করতে হয় তার কলা কৌশল অত্যন্ত পেশাদার ভাবে প্রদর্শন করেন। মহড়া দেখার পর ৬৬ পদাতিক ডিভিশনের দরবারে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী ।
মহড়া দেখে খুশী হয়ে দরবার বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন ,আপনাদের প্রশিক্ষণের দক্ষতায় বলতে পারি, আপনারা সত্যিকার অর্থেই মুক্তিযুদ্ধের চেতনায় গড়ে ওঠা বাহিনী।”মুক্তিযুদ্ধে বাংলাদেশ সেনাবাহিনীর আত্মত্যাগের স্মারক রংপুর সেনানিবাসের ‘রক্তগৌরব’ স্মৃতিসৌধ এক উজ্জ্বল দৃষ্টান্ত। সকল শহীদের আত্মত্যাগ সেনাবাহিনীর সদস্যদের দেশ রক্ষার দায়িত্বে আরও উজ্জ্বীবিত করবে।” এ পর্যায় তিনি স্বাধীন বাংলাদেশে সেনাবাহিনী পুনর্গঠনে বঙ্গবন্ধুর নেওয়া বিভিন্ন পদক্ষেপের উল্লেখ করেন।
নুতন পে-কমিশন গঠন করে সরকারি চাকরিজীবীদের সঙ্গে সেনাসদস্যদেরও বেতন-ভাতা বৃদ্ধির কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, “সেনাসদস্যদের ১২৩ শতাংশ বেতন বৃদ্ধি করা হয়েছে। কোনো সরকারই এত বেতন বৃদ্ধি করেনি।”
জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ অর্জন ও অবদানের কথা স্বীকার করে প্রধানমন্ত্রী বলেন আজ সমকালীন বিশ্বের সঙ্গে সঙ্গতিপূর্ণ সামরিক বাহিনী হিসেবে প্রতিষ্ঠিত। এ লক্ষ্যে পেশাগত মানের উৎকর্ষ সাধন এবং সর্বাধুনিক প্রশিক্ষণ গ্রহণের কার্যক্রম অব্যাহত রয়েছে। প্রধানমন্ত্রী বলেন ফোর্সেস গোল-২০৩০ বাস্তবায়নের মাধ্যমে আধুনিক ও চৌকস সশস্ত্র বাহিনী গড়ে তোলার জন্য তার সরকার বদ্ধপরিকর।পিতার বক্তব্য উদ্ধৃত করে শেখ হাসিনা বলেন, “ইতিমধ্যে সিলেটে ১৭ পদাতিক ডিভিশন এবং রামুতে ১০ পদাতিক ডিভিশন প্রতিষ্ঠা করা হয়েছে। এছাড়াও বরিশাল-রাজবাড়ী ও পটুয়াখালীর লেবুখালীতে সেনানিবাস স্হাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।
উল্লেখ্য এবারের প্রশিক্ষণে সেনাসদস্যের সাথে বিজিবি, আনসার এবং বিএনসিসি ক্যাডেটদের সম্পৃক্ত করায় সন্তোষ প্রকাশ করে প্রধানমন্ত্রী বলেন, “আধাসামরিক বাহিনী ও জনগণের অংশগ্রহণের মাধ্যমে মাতৃভূমি রক্ষার এ কৌশল আমাদের সেনাবাহিনীর রণকৌশলে এক ভিন্ন ও প্রশংসনীয় মাত্রা যুক্ত করেছে বলে আমি মনে করি।”এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদ, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর এই মহড়া দেখেন।
এর আগে বেলা পৌনে ১২টায় প্রধানমন্ত্রী হেলিকপ্টারে করে রংপুরের পাগলাপীরে খলেয়া হেলিপ্যাডে পৌঁছালে সেনাপ্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক তাকে স্বাগত জানান। পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙ্গাও এ সময় উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারেক আহমেদ সিদ্দিক, প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান, প্রধানমন্ত্রীর মুখ্যসচিব আবুল কালাম আজাদ ও প্রেস সচিব ইহসানুল করিম রংপুরে প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন।