News71.com
 Bangladesh
 15 May 16, 07:56 PM
 525           
 0
 15 May 16, 07:56 PM

বগুড়ার কাহালু উপজেলায় গতরাতে কালবৈশাখীর ছোবলে লন্ডভন্ড জনপদ....

বগুড়ার কাহালু উপজেলায় গতরাতে কালবৈশাখীর ছোবলে লন্ডভন্ড জনপদ....

নিউজ ডেস্ক: বগুড়ার কাহালু উপজেলার কয়েকটি গ্রাম গতকাল শনিবার রাতের কালবৈশাখীর ছোবলে লন্ডভন্ড হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে ঘরবাড়ি, দোকানপাট ও শিক্ষাপ্রতিষ্ঠান; উপড়ে গেছে গাছপালা। ঝড়ে সড়কের ওপর উপড়ে পড়েছে গাছ। বগুড়া-তালোড়া সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে আছে।

আজ সরেজমিন খবর নিয়ে জানাগেছে কালবৈশাখীর ছোবলে বিধ্বস্ত হয়েছে কাহালুর আল্লামের তাকিয়া দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় ভবন। প্রচন্ড ঝড়ের তান্ডবে ঘরের টিন উড়ে গিয়ে আছড়ে পড়েছে বৈদ্যুতিক খুঁটি ও তারের ওপর। লন্ডভন্ড হয়ে গেছে কলার বাগান। ভেঙে পড়েছে গাছ থেকে অপরিপক্ব কলা সংগ্রহ করছেন নিরুপায় কৃষক।

কালবৈশাখীতে বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। ভেঙে পড়েছে পাঁচ পীর মাজার বালিকা উচ্চ বিদ্যালয়ের সীমানা প্রাচীর।পাঁচ পীর মাজার রেলওয়ে স্টেশন এলাকায় তারসহ বৈদ্যুতিক খুঁটি ভেঙে পড়েছে সড়কে ওপর।গাছের ডাল ভেঙে পড়েছে দোকানপাটের ওপর। বন্ধ হয়ে আছে বগুড়া-তালোড়া সড়ক। উপজেলার আড়োবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনও সম্পূর্ণভাবে তছনছ হয়ে গেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন