নিউজ ডেস্ক : ২০১৯ সালের এক দিন আগেও কোনো জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে না বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম। গতকাল রোববার মালয়েশিয়া আওয়ামিলীগ আয়োজিত সংবর্ধনার সভায় মন্ত্রী এসব কথা বলছিলেন।মালয়েশিয়ার রাজধানি কুয়ালালামপুরের জালান ইপু মতিয়ারা কমপ্লেক্সে বলুরুমে এই সংবর্ধনাটি অনুষ্টিত হয়।
মোহামমদ নাসিম আরও বলেন, নির্বাচন বানচাল করার জন্য বেগম জিয়া ২০১৪ ও ১৫ সালে অনেক মানুষ পুড়িয়ে মেরেছেন। তারপরও দেশে নির্বাচন হয়েছে বলে মার্শাল ল হয় নাই। এখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে।
এসময় তিনি মালয়েশিয়ায় কর্মরত সাড়ে তিন লাখ বাংলাদেশি শ্রমিককে বৈধতা দেয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। সংবর্ধনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে মালয়েশিয়াস্থ বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ শহীদুল ইসলাম বলেন, মালয়েশিয়ায় যারা অবৈধভাবে অবস্থান করছেন তাদেরকে বৈধ করার জন্য সর্বাত্মক চেষ্টা চালানো হচ্ছে।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, মালয়েশিয়া আওয়ামী লীগ নেতা জসিম উদ্দিন চৌধুরী,মালয়েশিয়া যুবলীগের সাবেক আহ্বায়ক এ কামাল চৌধুরী, মালয়েশিয়া বঙ্গমাতা পরিষদের সভাপতি হাজী মতিউর রহমান, যুবলীগের আহ্বায়ক তাজকীর আহমেদ,যুবলীগের যুগ্ম আহ্বায়ক মো. আবু হানিফ সহ অনেক নেতৃবন্দ।
এর আগে স্মোহাম্মদ নাসিম গত বৃহস্পতিবার মালয়েশিয়ার স্বাস্থ্যমন্ত্রী ইয়ে দাতুক সারি ডা. এস সুব্রামানিয়ামের সঙ্গে বৈঠক করেন।