News71.com
 Bangladesh
 18 May 16, 11:30 AM
 477           
 0
 18 May 16, 11:30 AM

আমে কার্বাইড মেশানোর দায়ে ব্যবসায়ীকে জরিমানা ।।

আমে কার্বাইড মেশানোর দায়ে ব্যবসায়ীকে জরিমানা ।।

নিউজ ডেস্কঃ নাটোরে অপরিপক্ক আমে ক্ষতিকর কার্বাইড মেশানোর দায়ে শাহাব উদ্দিন (৩৫) নামে এক আম ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। আজ দুপুরে বাগাতিপাড়া উপজেলার বারইপাড়া গ্রামের একটি আম বাগানে এই ঘটনা ঘটে।

পুলিশ কর্তৃপক্ষ জানায়, আম ব্যাবসায়ী শাহাব উদ্দিন গতকাল সোমবার দুপুরে তার বাগান থেকে অপরিপক্ক আম সংগ্রহ করে তা পাকানোর উদ্দেশ্যে মানবদেহের জন্য ক্ষতিকর কার্বাইড মেশাতে থাকে। এসময় বিষয়টি দেখে স্থানীয়রা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে খবর দেন।

সংবাদ পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা খোন্দকার ফরহাদ আহম্মদ পুলিশসহ ঘটনাস্থলে গিয়ে আম ব্যবসায়ীকে হাতেনাতে আটক করেন। পরে ভ্রাম্যমান আদালত বসিয়ে আম ব্যবসায়ীকে ১লাখ টাকা জরিমানা করেন। এসময় কেমিক্যাল মিশ্রিত আমগুলো নষ্ট করা হয়। বাগাতিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা খোন্দকার ফরহাদ আহম্মদ বিষয়টি নিশ্চিত করেছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন