News71.com
 Bangladesh
 01 Feb 16, 02:25 AM
 996           
 0
 01 Feb 16, 02:25 AM

আজ মাসব্যাপি অমর একুশে গ্রন্থমেলার শুভ সুচনা ।। উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

আজ মাসব্যাপি অমর একুশে গ্রন্থমেলার শুভ সুচনা ।। উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক : আজ থেকে শুরু হচ্ছে অমর একুশে বইমেলা। আমাদের জাতীয় আবেগের এক অনন্য সাধারণ মিলনমেলা এই অমর একুশে গ্রন্থমেলা। বাঙ্গালীদের প্রাণের উৎসব বলা হয় একুশে বইমেলাকে। বাংলা একাডেমি আয়োজিত বইকেন্দ্রিক বার্ষিক এ বৃহত্তম সম্মিলনকে ঘিরে উৎসাহ-উদ্দীপনার কমতি নেই। আয়োজক কর্তৃপক্ষ, লেখক, পাঠক, প্রকাশক, সর্বত্রই বইমেলাকে ঘিরে তৈরি হয়েছে উন্মাদনা । আজ সোমবার ভাষার মাস ফেব্রুয়ারির প্রথম বিকেলেই পর্দা উঠবে মাসব্যাপী এ মিলন মেলার। বিকেল সাড়ে ৩টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ মেলা উদ্বোধন করবেন।

জানাগেছে আজকের উদ্বোধনী অনুষ্ঠানে রবীন্দ্র সংগীত পরিবেশন করবেন খ্যাতনামা রবীন্দ্র সংগীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা এবং নজরুল সংগীত পরিবেশন করবেন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের পৌত্রী অনিন্দিতা কাজী। উদ্বোধনী অনুষ্ঠানেই দেয়া হবে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০১৫।

এবার দশটি ক্যাটাগরিতে বাংলাদেশ ব্যাংকের গবর্নর ড. আতিউর রহমানসহ ১১জনকে এ পুরস্কার দেয়া হবে। উদ্বোধন অনুষ্ঠানে সম্মানিত অতিথি থাকবেন ব্রিটিশ কবি ও জীবনানন্দ দাশের কবিতার অনুবাদক জো উইন্টার, চেক প্রজাতন্ত্রের লেখক-গবেষক রিবেক মার্টিন, আন্তর্জাতিক প্রকাশনা সমিতির (আইপিএ) সভাপতি রিচার্ড ডেনিস পল শার্কিন ও সাধারণ সম্পাদক জোসেফ ফেলিক্স বুরঘিনো প্রমুখ।

এবারও মেলায় শিশুপ্রহর ঘোষণা করা হবে। মেলাটি সম্পূর্ণ পলিথিন ও ধূমপানমুক্ত থাকবে। মেলা আগামীকাল মঙ্গলবার ২ ফেব্রুয়ারি থেকে ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত ছুটির দিন ছাড়া প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে। ছুটির দিন বেলা ১১টা থেকে রাত ৮টা এবং ২১ ফেব্রুয়ারি সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা চলবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন