News71.com
 Bangladesh
 18 May 16, 06:17 PM
 479           
 0
 18 May 16, 06:17 PM

দেবহাটার সফলতায় জেলা পর্যায়ে শীর্ষে কেবিএ কলেজ

দেবহাটার সফলতায় জেলা পর্যায়ে শীর্ষে কেবিএ কলেজ

দেবহাটা (সাতক্ষীরা) সংবাদদাতা : সাতক্ষিরা জেলার দেবহাটা উপজেলার খান বাহাদুর আহছানউল্লাহ কলেজের জাতীয় শিক্ষা সপ্তাহে জেলা পর্যায়ে অভাবনীয় সাফল্য অর্জন করেছে। উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠত্বে ধারাবাহিকতা বজায় রেখে জেলা পর্যায়ে ৬টি বিষয়ে শেষ্ঠত্ব অর্জন করেছে। যে ৬টি বিষয়ে শ্রেষ্ঠত্ব পেয়েছে তার মধ্যে রয়েছে শ্রেষ্ঠ অধ্যক্ষ রিয়াজুল ইসলাম, শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান কেবিএ কলেজ, শ্রেষ্ঠ রোভার শিক্ষক হিসেবে আবু তালেব, শ্রেষ্ঠ রোভার আব্দুল কাদের, শ্রেষ্ঠ রোভার গ্রুপ ও তাৎক্ষণিক অভিনয়ে কলেজের ১ম বর্ষের ছাত্রী সুমি রানী। তাদের এই সাফল্যে কলেজের গভর্নিং বডির সকল সদস্যবৃন্দ, সকল শিক্ষক/শিক্ষিকামন্ডলী ও কর্মচারীবৃন্দসহ বিভিন্ন মহল অভিনন্দন জানিয়েছেন।

উল্লেখ্য উপজেলা পর্যায়ে কলেজটি ৩৫ বিষয়ের মধ্যে ২৯টি বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জন করে। কলেজের অধ্যক্ষ রিয়াজুল ইসলাম কলেজ প্রতিষ্ঠালগ্ন থেকে শিক্ষক এবং পরে ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও অধ্যক্ষ হিসেবে অদ্যবধি দায়িত্ব পালন করছেন। তিনি জেলা শিক্ষক নেতা এবং উপজেলা কলেজ শিক্ষক সমিতির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। ৯৪ সালে তিনি শ্রেষ্ঠ শিক্ষক এবং ৯৬ সালে প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হন। অন্যদিকে রোভার শিক্ষক আবু তালেব জেলা রোভারের যুগ্ম সম্পাদক এবং ওই কলেজের গর্ভনিং বডির শিক্ষক প্রতিনিধি। তিনি ব্যাজ ন্যাশনাল সার্টিফিকেট মেডেল অব মেরিট, ২০০৬ সালে বিভাগীয় শ্রেষ্ঠ রোভার লিডার নির্বাচিত। কলেজ শিক্ষকতার পাশাপাশি তিনি সাংবাদিকতাসহ বিভিন্ন সামাজিক, ধর্মীয় ও উন্নয়ন কর্মকান্ডের সাথে জড়িত আছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন