News71.com
 Bangladesh
 18 May 16, 09:09 PM
 589           
 0
 18 May 16, 09:09 PM

ইউপি নির্বাচনের পঞ্চম ধাপে ৯২ জন বিচারিক ম্যাজিস্ট্রেট নিয়োগ ।।

ইউপি নির্বাচনের পঞ্চম ধাপে ৯২ জন বিচারিক ম্যাজিস্ট্রেট নিয়োগ ।।

নিউজ ডেস্কঃ চলমান ইউনিয়ন পরিষদ ইউপি নির্বাচনের ৫ম ধাপে ৯২ জন বিচারিক ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়েছে নির্বাচন কমিশন ইসি। আগামী ২৮ মে ৫ম ধাপের ভোটগ্রহণ হবে।
সংস্থাটির জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী, ২৮ মে অনুষ্ঠেয় ৭২৯টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রতি উপজেলার জন্য ১জন করে বিচারিক ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন। এক্ষেত্রে ৯২ জন বিচারিক ম্যাজিস্ট্রেট বিভিন্ন নির্বাচনী অপরাধে বিচারকাজে নিয়োজিত থাকবেন ।

ভোটের ২দিন আগে থেকে অর্থাৎ আগামী ২৬ মে থেকে ২৯ মে পর্যন্ত মোট ৪দিনের জন্য নিয়োগ করা হয়েছে তাদের। এছাড়া প্রতি উপজেলার জন্য ৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটও নিয়োগ দেওয়া হয়েছে।এদিকে নির্বাচনের দিন পুলিশ, আনসার, র্যা ব, বিজিবি, কোস্টগার্ডসহ বিভিন্ন বাহিনীর প্রায় ২ লাখ ফোর্স নির্বাচনী মাঠে নিয়োজিত থাকবে ।

সারাদেশের প্রায় সাড়ে ৪ হাজার ইউপিতে এবার ৬ ধাপে ভোটগ্রহণ করছে সংস্থাটি। ইতিমধ্যে ৪টি ধাপের ভোটগ্রহণ শেষ হয়েছে। আগামী ৪ জুন ৬ষ্ঠ ধাপে ভোটগ্রহণের মধ্য দিয়ে ইউপি নির্বাচনের ভোট শেষ হবে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন