নিউজ ডেস্ক : বাংলাদেশে আওয়ামিলীগের নেতৃত্বাধীন সরকারের মন্ত্রিসভায় জাতীয় পার্টির যে নেতারা আছেন তাদের মন্ত্রিত্ব ত্যাগ করে বেরিয়ে আসার আহ্বান জানিয়েছে জাতীয় পার্টি। জাতীয় পার্টির শীর্ষ নীতি নির্ধারক কমিটি বা প্রেসিডিয়ামের এক বৈঠক আজ সর্বসম্মতভাবে এ সিদ্ধান্ত হয়েছে। কিন্তু জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা এরশাদ পত্নী রওশনসহ দলটির যারা বর্তমান সরকারের মন্ত্রী হয়েছেন তারা কেউই এ সভায় আসেন নি।
উল্লেখ্য সম্প্রতি জাতীয় পার্টির প্রতিষঠাতা চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি এরশাদ তার ভাই জি এম কাদেরকে দলের কো-চেয়ারম্যান নিয়োগের পর থেকেই দলটির মধ্যে টানাপোড়েন শুরু হয়েছে। জেনারেল এরশাদের এ সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন সবয়ং তার স্ত্রী এবং সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ এবং তার সমর্থকরা।
এদিকে আজকের প্রেসিডিয়াম বৈঠকে জাতীয় পার্টি জিএম কাদেরকে কো-চেয়ারম্যান হিসাবে নিয়োগ এবং মহাসচিব পদে রুহল আমিন হাওলাদারের পুন:নিয়োগের সিদ্ধান্তগুলো অনুমোদন করেছে। তবে দলের ভেতর বেগম রওশান এরশাদের সমর্থক হিসাবে পরিচিতরা আজকের সভায় আসেননি।