News71.com
 Bangladesh
 19 May 16, 12:15 PM
 536           
 0
 19 May 16, 12:15 PM

নারায়নগঞ্জের শিক্ষক শ্যামল কান্তি স্বপদে বহাল।। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ

নারায়নগঞ্জের শিক্ষক শ্যামল কান্তি স্বপদে বহাল।। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ

নিউজ ডেস্কঃ শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, নারায়নগঞ্জে পিয়ার সাত্তার লতিফ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শ্যামল কান্তিকে বরখাস্ত বে-আইনি হয়েছে। যার ফলে তাকে আবারো স্ব-পদে বহাল করা হয়েছে। আজ রাজধানীর সেগুনবাগিচায় সংবাদ সম্মেলনে তিনি সরকারের এ সিদ্ধান্ত জানান।

মন্ত্রী বলেন, শিক্ষক শ্যামল কান্তি ভক্তের বিরুদ্ধে ‘ধর্ম নিয়ে কটূক্তির’ অভিযোগের বিষয়ে প্রাথমিকভাবে সত্যতা পায়নি তদন্ত কমিটি। বরং তাঁকে অন্যায়ভাবে সাময়িক বরখাস্ত করা হয়েছিল। এ জন্য বিদ্যালয়ের ওই পরিচালনা কমিটি বাতিল করা হয়েছে।

গত শুক্রবার শিক্ষার্থীকে মারধর ও ‘ইসলাম ধর্ম নিয়ে কটূক্তির’ অভিযোগে শ্যামল কান্তিকে স্থানীয় সাংসদের উপস্থিতিতে মারধর ও কানে ধরে ওঠ-বস করানো হয়। পরে তাঁকে সাময়িক বরখাস্ত করে বিদ্যালয় পরিচালনা কমিটি। এ নিয়ে কয়েক দিন ধরেই নিন্দা ও প্রতিবাদের ঝড় বইছে। সামাজিক যোগাযোগের মাধ্যমেও এ ঘটনায় ব্যাপক সমালোচনা চলছে।

শ্যামল কান্তি ভক্তকে লাঞ্ছনার ঘটনায় জাতীয় পার্টির স্থানীয় সাংসদ সেলিম ওসমানসহ জড়িতদের বিরুদ্ধে কেন আইনগত ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল দিয়েছেন হাইকোর্ট।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন