News71.com
 Bangladesh
 19 May 16, 01:51 PM
 540           
 0
 19 May 16, 01:51 PM

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড়ের নাম দেওয়া হয়েছে রোয়ানু ।। এটি আরও ঘনিভূত হয়ে এগিয়ে আসছে উপকুলের দিকে ....

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড়ের নাম দেওয়া হয়েছে রোয়ানু ।। এটি আরও ঘনিভূত হয়ে এগিয়ে আসছে উপকুলের দিকে ....

নিউজ ডেস্কঃ পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ-পশ্চিম বঙ্গোসাগর এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি আরো উত্তর দিকে অগ্রসর ও ঘণীভূত হয়ে ঘূর্ণিঝড়ে রূপ নিয়ে একই এলাকায় অবস্থান করছে। এটি আরো ঘণীভূত হয়ে উত্তর-উত্তর পূর্ব দিকে অগ্রসর হতে পারে ।

আজ আহাওয়া অধিদফতরের এক পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে।এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সাগর তীরের ৮ দেশের আবহাওয়া দপ্তর ও বিশ্ব আবহাওয়া সংস্থার দায়িত্বপ্রাপ্ত প্যানেলের তালিকা অনুযায়ী এ ঘূর্ণিঝড়ের নাম দেওয়া হয়েছে ‘রোয়ানু’। মালদ্বীপ এ নামটি প্রস্তাব করেছিল।চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদফতর ।

পূর্বাভাসে বলা হয়, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, ও রংপুর বিভাগের অনেক জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারি থেকে অতিভারি বর্ষণ হতে পারে বলে জানিয়েছেন ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন