News71.com
 Bangladesh
 19 May 16, 01:55 PM
 459           
 0
 19 May 16, 01:55 PM

রাজধানিতে এটিএম বুথে জালিয়াতি: চীনা নাগরিকের বিরুদ্ধে র্যাববের মামলা

রাজধানিতে এটিএম বুথে জালিয়াতি: চীনা নাগরিকের বিরুদ্ধে র্যাববের মামলা

নিউজ ডেস্কঃ রাজধানীর এলিফ্যান্ট রোডের প্রাইম ব্যাংকের এটিএম বুথ থেকে জালিয়াতি করে অর্থ উত্তোলনের সময় র্যাধবের হাতে আটক চীনা নাগরিক জ্যু জিয়ানহুইয়ের বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনে মামলা দেয়া হয়েছে। আজ সকালে র্যানব বাদী হয়ে রাজধানীর নিউমার্কেট থানায় মামলাটি দায়ের করে। র্যাবব-২ এর মেজর আতাউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন ।

তিনি বলেছেন, আইসিটি অ্যাক্ট তথ্যপ্রযুক্তি আইনে ও পেনাল কোডের ২টি ধারায় চীনা ওই নাগরিকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। তিনি আরো বলেন, জ্যু জিয়ানহুইয়ের সাথে আন্তর্জাতিক জালিয়াত চক্রের কোনো যোগসাজশ আছে কি না সেটিও তদন্ত করে দেখা হচ্ছে।

গতকাল বেলা ১১টার দিকে রাজধানীর এলিফ্যান্ট রোডের প্রাইম ব্যাংকের বুথ থেকে জালিয়াতি করে অর্থ উত্তোলনের সময় র্যাকব-২ এর সদস্যরা চীনা নাগরিক জ্যু জিয়ানহুইকে হাতেনাতে আটক করে। এ সময় তার হেফাজত থেকে ২টি ইন্টারন্যাশনাল এটিএম কার্ড ও নগদ ৬৬ হাজার টাকা পাওয়া যায়। কার্ডগুলো র্যা ব সদস্যরা বর্তমানে পরীক্ষা-নিরীক্ষা করে দেখছেন ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন